![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরোধী দল নানান রাজনৈতিক কর্মসূচী দিলেও সফল হচ্ছে না। রাজাকারদের একেরপর এক ফাঁসির রায় হচ্ছে- এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার আশংকা থাকতেই পারে।
তুংহাই গার্মেন্টসের অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান যুবলীগ নেতা ও পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মঞ্জুর মোর্শেদ। নাশকতা নাও হতে পারে। কিন্তু ভেবে দেখার প্রয়োজন আছে- ঐ অগ্নিকাণ্ডে কোন নাশকতা হয়েছিল কিনা? লিংকের এই লেখাটি ভাবতে সহায়তা করবে। http://www.notun-din.com/?p=2579
কতগুলো প্রশ্ন মনে তৈরী হয়েছে-
পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মঞ্জুর মোর্শেদ মারা গেলেন অথচ পুলিশ-দমকল বাহিনী নাকি জানতোই না!!! একি শুধুই না জানা?
কেন ক্রাইম সিন এরিয়া হিসেবে ঘোষণা করা হলো না? কেন ডেড বডির পোস্টমর্টেম করা হলো না?
১৬ ই মে, ২০১৩ রাত ৮:৫৭
পাগলা রাজু বলেছেন: শুধু জামায়াত নয় আরো অনেক গোষ্ঠীই থাকতে পারে যারা এমনটি করতে পারে
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ রাত ৮:৩৫
আজিব শিমু বলেছেন: জামাত যদি নাশকতা করতে চায়, তবে বিল্ডিং ধরে নাড়াচাড়া করলেই তো সেটা সম্ভব। এত কাহীনি তো করা লাগে না।