![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডিয়ার চোখ কই যায় দেখেন। এঞ্জোলিনা জোলি। ক্যান্সার জয় করলেন। ক্যান্সার জয়ের লড়াইয়ে অংশ নিয়েছেন ব্রাড পিটও। জোলি বলেন, "বেঁচে থাকার লড়াইয়ের কৃতিত্ব ব্র্যাড পিটেরও। অস্ত্রপচারের প্রতিটি মুহুর্তে পিট আমার সাথে ছিল। আমি মৃত্যুকে হারিয়ে দেওয়ার লড়াইয়ে মগ্ন ছিলাম। পিট আমাকে তখনও হাসিয়েছে। আমি মৃত্যুর সাথে লড়তে লড়তেও হাসতে পেরেছিলাম। পিট আমাকে হাসিয়েছিল"। http://www.notun-din.com/?p=2634।
আমি নিশ্চিত আমার প্রেমিকাই পৃথিবীর সবচেয়ে সুন্দর। কিন্তু সবাইতো হেলেন বা ক্লিওপেট্রার মতো জোলিকেও সুন্দরী বলেন। এমন একজন সুন্দরী জীবনের কত কঠিন প্রশ্নের মুখোমুখি হলে স্তন অপসারণের মতো এমন কাজ করতে পারে!!!! জীবনের এই প্রশ্ন, দ্বন্দ্ব নিয়ে কোন টু শব্দ করলনা মিডিয়া। সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য সংবাদের শিরোনাম দিলো- এঞ্জোলিনা জোলির স্তন অপসারণ!!!!!
২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:২৪
রোবটিক ম্যান বলেছেন: আরো জানতে এখানে ক্লিক করুন
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ দুপুর ১:২৩
মুক্তকণ্ঠ বলেছেন: সবই আলুর কেরামতি রে ভাই। সবাই মতির মতাদর্শের সোম্বাদিক!