নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

নারী স্পিকার এইডা কোন কাম করলো?

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৫

ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রথম নারী স্পিকার হয়েই রেকর্ড গড়েননি ঘটিয়েছেন আরো কাণ্ড। তিনিই প্রথম স্পিকার যিনি প্রধানমন্ত্রীর পা ছোয়ে সালাম করেছেন। একটি শংকা মনে জাগে- প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব এত শক্তিশালী যে শেখ হাসিনার ব্যক্তিত্ব ধ্বসিয়ে দিতে পারে সমস্ত প্রথা। একারণেই হয়তো প্রধান মন্ত্রীর পা ছুয়ে সালাম করতে বাধ্য হয়েছেন স্পিকার। http://www.notun-din.com/?p=2671।

সম্ভবতঃ পৃথিবীর একমাত্র স্পিকার যিনি এমনটি করেছেন। দুনিয়ায় কোথাও এমনটি হয়নিতো-তাই কেউ এমন কাণ্ডের হিসাবও রাখেনি। স্পিকার নাকি সংসদের অভিভাবক। ব্যাপারটিকে কিভাবে দেখা যায়?

অভিভাবক লুটিয়ে পড়লো সন্তানের পায়ে? নাকি বাশের চেয়ে কঞ্চি বড়? পরিস্থিতি যাই হোক- এই বিরল ঘটনা ঘটিয়ে দেশের প্রথম নারী স্পিকার নিজের ভবিষৎ উজ্জ্বল করেছেন।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৩

আনমনা 007 বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০

সামুদ্রিক বলেছেন: আহারে! তার উপহারের কৃতজ্ঞতা জানাতে না হয় একটু শ্রদ্ধাই দেখাইলো আর আপনাদের শরীরে চুলকানি শুরু হয়ে গেল! বেক্কল মানুষ কিছুই বোঝে না! খালি ছাগলের ৩ নাম্বার বাচ্চার মত ফালাফালি করে! :P :P :P

৩| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৩

বেলাল আহমেদ রাসেল বলেছেন: স্পিকার নাকি সংসদের অভিভাবক। ব্যাপারটিকে কিভাবে দেখা যায়?
অভিভাবক লুটিয়ে পড়লো সন্তানের পায়ে


আজব দেশ

৪| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: বাংলাদেশ অবশ্য কিছু কিছু ব্যাপারে অনেক আগাইয়া আছে। মানুষকে শ্রদ্ধা করার ব্যাপারে(আসলে হবে পা চাটার ব্যাপারে) আর গরিবদের বাঁশ দেওয়ার ব্যাপারে, তাও আবার আছোলা............

৫| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪

Sohelhossen বলেছেন: :-B :-B :-B

৬| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: তেল বাজির এক্সপার্ট না হলে এ ই মহীলা সারাজীবনে স্পীকার হতে পারতেন কিনা সন্দেহ। একজন অনির্বাচিত এম পি হলো স্পীকার।

৭| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: মেহেদী হাসান ভূঁঞা ভাই, পা চা টা নাকি পা*আটা

৮| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

সুলাইমান হাসান বলেছেন: সামনে আরও কতো কি যে দেখতে হইব.......

B-)) B-)) B-))

৯| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

আগুনে পাখি বলেছেন: আসলে সালাম করে নাই, হাসিনা ম্যাডামের জুতা কোন ব্র্যান্ডের তা দেখতে গিয়েছিলেন ......
হাজার হোক দেশের ৩টি ক্ষমতাধর পদের একজন কি না ;)

১০| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

জহির উদদীন বলেছেন: ছালামই তো করছে গু যে খায় নাই.....

১১| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৪২

ঢাকাবাসী বলেছেন: তৈল মর্দন না জানলে ... একটা কর্পোরেট অফিসের ৮০০০ টাকার সিকিউরিটি চীফ হতে পারতেন না। বিষ্ঠা ভক্ষন করেন নাই এটাই বেশী!

১২| ২৪ শে মে, ২০১৩ রাত ১:১১

শয়ন কুমার বলেছেন:
এই মহিলা মন্ত্রীত্ব লাভের পর প্রধানমন্ত্রীর পা ছোয়ে সালাম করেছিলেন।

পত্রিকাটি লিখেছেঃ


ড. শিরীন শারমিন প্রধানমন্ত্রীর আস্থাভাজনদের অন্যতম একজন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিন যখন তিনি (ড. শিরীন শারমিন) প্রকাশ্যে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেছিলেন সেদিনই বোঝা গিয়েছিল উনি প্রধানমন্ত্রীর আর্শিবাদপুষ্ট ‘বিশেষ অনুগত’ একজন মানুষ।

পত্রিকাটি আরও লিখেছেঃ

এবার যখন ড. শিরীন শারমিন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার নির্বাচতি হলেন তার পরবর্তিতে তিনি আবারও প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করেছেন কি না তা আর জানা গেল না।

"চমৎকার বিশ্লেষন"

১৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১:১২

শয়ন কুমার বলেছেন: তেল বাজির এক্সপার্ট না হলে কি আর দলীয় পদ এযুগে কেউ পায়

১৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১:১৯

আিম এক যাযাবর বলেছেন: মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: বাংলাদেশ অবশ্য কিছু কিছু ব্যাপারে অনেক আগাইয়া আছে। মানুষকে শ্রদ্ধা করার ব্যাপারে(আসলে হবে পা চাটার ব্যাপারে) আর গরিবদের বাঁশ দেওয়ার ব্যাপারে, তাও আবার আছোলা............

১৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১:৪৬

শিপু ভাই বলেছেন:
উনি স্পিকার হিসেবে প্রধানমন্ত্রীকে সালাম করেন নাই। উনি তার রাজনৈতিক দলের প্রধান, তার বয়োজ্যেষ্ঠ, সম্মানীত ও শ্রদ্ধেয় একজনকে সালাম করেছেন।

এটা ইতিবাচক।


আমার বাবা কৃষক- আমি যদি মন্ত্রী হই তাইলে আমি কি তাকে সালাম করতে পারবো না, আমার শিক্ষককে সালাম করতে পারবো না???

১৬| ২৪ শে মে, ২০১৩ রাত ২:১৪

নীল জানালা বলেছেন: শেখ হাসিনার একান্ত অনুগত আজ্ঞাবহ চামচা না হৈলে আম্লিগ ছাইরা জাম্লিগ করতে হৈব। এইভাবেই বংগবন্ধুর কুলাংগার কন্যা আওয়ামিলীগরে গিলা খাইসে এবং নিজস্ব মাফিয়া চক্র গৈড়া তুইলা বাপের আর আমওয়ামিলীগের নাম বেইচা চলতাসে।
এর আগে আরো কিসু মন্ত্রি ফন্ত্রিরেও দেখসিলাম ঐ কাজ করতে। ভাব গতিক দেইখা বুঝা যায় যে "পেশাদার আওয়ামিলীগার"দের মইধ্যে রিতিমত প্রতিযোগিতা চলে, কে বেশি শেখ হাসিনার চামচামি করতে পারে সেইটার। আসলে উহাদের চামচামি করা ছারা আর কিসু করার যোগ্যতাও নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.