![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতাসীন দলের কৌশলটাকে ইদুর ধরার কৌশলের সাথে তুলনা করা যায়। হিসাবটা সোজা ছিল-সহিংসতার সুযোগ দাও( ইদুরকে যেমন ফাঁদে ফেলার আগে খাদ্য দেওয়া হয়) সহিংসতার মাত্রা বেড়ে গেলে জরুরী অবস্থা জারী করো। অর্থাৎ ইদুরটি বাড়িয়ে দেওয়া খাদ্য খেতে এসে ধরা পড়েছে।http://www.notun-din.com/?p=2696।
বেগম জিয়ার কার্যক্রম দেখে মনে হয়, সরকারী দলের এই কৌশলের জবাব দিতে বিএনপি প্রস্তুত হচ্ছে। আমার মতে ব্যাপারটা পুরাটাই মাইন্ড গেইম। http://www.notun-din.com/?p=2624। সভা-সমাবেশের নিষেধাজ্ঞা ভাঙ্গার প্রয়োজন নাই। গনতান্ত্রিক দেশে এইটি সরকারের শেষ ধাপ। এরপর, সরকারের হাতে শুধুমাত্র শক্তি প্রয়োগের কৌশলটিই বাকী থাকে। এই মান্ড গেইমে সরকার হেরে যাবে যদি তারা প্রথম শক্তি প্রয়োগ করে। আর বিএনপি হেরে যাবে যদি তারা সভা-সমাবেশের নামে আইন-শৃংখলার পরিস্থিতি খারাপ করে।
©somewhere in net ltd.