![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশরাফুলরা হচ্ছেন পুঁজিবাদের গ্ল্যাডিয়েটর। যেই প্রথম আলো আশরাফুলকে 'আশার ফুল' নাম দিয়েছিল সেই পত্রিকাটিই আশরাফুলকে চোর ডাকাতের মতো করে জাতির সামনে উপস্থাপন করছে। আহারে বাণিজ্য। সত্যি কথা বলতে কি- হ্যান্সি ক্রোনিয়ের যুগের ফিক্সিংয়ের সাথে বিপিএল যুগের ফিক্সিংয়ের বিস্তর পার্থক্য। বদলে যাওয়া পাতানোর এই স্টাইল নিয়ে একেবারেই চিন্তিত নয় আইসিসি, বিসিবি কিংবা সাংবাদিকেরা। http://www.notun-din.com/?p=2949।
ম্যাচ পাতানোর আইপিএল-বিপিএলীয় স্টাইলে খেলোয়াড়েরা যতটানা তার চেয়ে বেশি দোষী দলের মালিকেরা। কিন্তু মালিকদের আর কি কখনো শাস্তি হয়।
পুলিশ এসে ধরে নিয়ে যায় কেস্ট ব্যাটাকে । আশরাফুলরা ফিক্সিং করেন না। তাদেরকে দিয়ে দলের মালিকেরা ফিক্সিং করান। আশরাফুলের মতো গ্ল্যাডিয়েটরদের আর কি করার থাকে! বলি হওয়া ছাড়া আর কিছুই হয়তো করার নেই।
©somewhere in net ltd.