নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল না দায়ী প্রথম আলো ও বাংলাদেশের মিডিয়া

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের ‘আশার-ফুল’। অতিরিক্ত ভারত প্রীতির কারণে তাকেই আজ খলনায়কে পরিণত করলো বাংলাদেশের মিডিয়াগুলো। কিন্তু আপনাদের কি মনে আছে কে বা কারা তাকে এই উপাধি দিয়েছিল?? আপনি ঠিকই ধরেছেন, তাকে এই উপাধি দিয়েছিল বাংলাদেশের শীর্ষ সংবাদপত্র দৈনিক প্রথম আলো ও উৎপল শুভ্র গংরা। http://www.notun-din.com/?p=2949, http://www.notun-din.com/?p=2930



সেই আশার-ফুলকে আজ বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘কলঙ্গ’ বানিয়ে ছাড়লো প্রথম আলো এবং শীর্ষ মিডিয়াগুলো। আশরাফুল যখন ২০০১ সালের ৮ সেপ্টেম্বর শ্রীলংকায় সর্ব কনিষ্ট খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেছিলেন তখন তাকে মাথায় তুলে নেচে ছিলেন উৎপল শুভ্র (পড়ুন ভূৎপল শুদ্র)। সংবাদপত্রগুলো আশরাফুলকে তৈরি করলেন বাংলাদেশের সুপারস্টার। বাংলাদেশের প্রথম সুপারস্টার আশার-ফুল।



দৃশ্যপট, ২০১৩। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেই আইসিসির তদন্ত দলের সামনে আশরাফুল। তদন্ত দলের ঢাকা ত্যাগের সাথে সাথেই মাঠে প্রথম আলো এবং উৎপল শুভ্র। আশরাফুলকে নিয়ে বানাতে লাগলেন একের পর এক গল্প। নানান সূত্রের নামে কিন্তু সূত্র চিহ্নিত না করেই এরা প্রকাশ করতে থাকলো একের পর এক কলঙ্গজনক গল্প।



আশরাফুলকে ঢাকা দলের মালিকরা ম্যাচ ফিক্সিং এ বাধ্য করলেও তারা রয়ে গেলেন ধরা ছোয়ার বাইরে। সাজা ভোগ করতে হচ্ছে আশরাফুলকে। উৎপল শুভ্রের মত একজন খেলা বিশেষজ্ঞ প্রতিবেদক কী জানেন না, কোন দলের মালিকের বিরুদ্ধে কথা বলে দলে থাকা যায় না। তিনি কী জানতেন, বিপিএলের দ্বিতীয় আসরে এ ক্যাটাগরির খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হয়েছিল তাদের আশার-ফুল। তারা কী বোঝেন না, খেলা পাগল একটি ছেলেকে খেলার জন্য মালিকের কথা মত দুই ওভার মেডেন দিতেই পারে। আর কেনই বা দিবেন না, যেখানে দলের মালিকের কাছ থেকে বেতন নিচ্ছেন, সেখানে মালিকের নিজের ক্রিকেট আনন্দের জন্য তো তার পছন্দের খেলোয়াড় দিয়ে দুই ওভার বল করানোই যায়। উৎপল শুভ্র কী এগুলো জানতেন না। যদি জানতেন, তবে কেন তিনি এবং তার দোসররা আশরাফুলের জীবনকে এমন হুমকির মুখে ফেললেন।



আমাদের মিডিয়া ভারতের ইস্যু নিয়ে বেঁচে থাকে এটা স্বাভাবিক। ভারতে ধর্ষণের সংবাদ প্রকাশের পর আমাদের মিডিয়াগুলো ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো। এখন তারা আর ধর্ষণের সংবাদ প্রকাশ করেন না। মানে কি, দেশে ধর্ষণ কমে গেছে।

তারা এখন লেগেছে, ক্রিকেটে জুয়া নিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ম্যাচ ফিক্সিং ধরা পড়ার পরেই প্রথম আলো এবং সকল মিডিয়া বিপিএলের পাতানো ম্যাচ নিয়ে উঠে-পড়ে লাগল। যেন, ভারতের ক্রিকেট বোর্ডের দামি মোতাবেক তাদেরকে প্রমাণ করতেই হবে বিপিএলে ম্যাচ পাতানো হয়। আর এই কাজ কে করে, কার নাম দিলে সবচেয়ে বেশি প্রচার পাওয়া যাবে?

চিন্তা কেন, আশার-ফুল আছেন না? বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়। তাই তিনিই হলেন ‘বলির পাঠা’।



একদিকে খুশি ভারতের ক্রিকেট বোর্ড, বাড়ছে পত্রিকার কাটতি। সমস্যা কোথায়, দেশের সম্মান ক্ষুন্ন হোক, বা হোক না আশরাফুলের মত একজন মানুষের জীবনের চরম ক্ষতি। আমাদের তো কোন ক্ষতি হচ্ছে না।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

একাকী বাংলাদেশি বলেছেন: আমি প্রবলভাবে একজন আশরাফুল হেটার তার জঘন্য পারফর্মেন্সের জন্য, চরমভাবে ভারত বিদ্বেষী বাংলাদেশের প্রতি তার কালো গোক্ষুরের মত আচরনের জন্য, কখনোই সহ্য করতে পারিনি প্রথম আলো'কে ভারতের প্রতি তার অতি ভক্তির কারনে।

আজ দ্বিতীয় এবং তৃতীয় মনোভাবটি পরিবর্তন হয়নি কিন্তু আশরাফুলের প্রতি একটা সফট কর্নার কাজ করছে এবং তার যৌক্তিক কারনও আছে। যেখানে বাংলাদেশ বিরোধী দুটি পক্ষ সরাসরি জড়িত সেখানে আমি ষড়যন্ত্রের প্রবল গন্ধ পাই যতই আশরাফুল নিজ মুখে স্বীকার করুক না কেন।

বাংলাদেশের যেই সেক্টরেই গ্রোথ হবে ঐখানে অবশ্যই প্রনব বাবুদের হাত পড়বে। আর তাদের এদেশীয় তল্পিবাহক হিসেবে কাজ করবে দৈনিক প্রথম আলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.