নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল আত্মহত্যা করলেই কি প্রথম আলোর প্রচারণা থামবে?

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩

একজন নিজেকে হত্যা করে আর একজন অন্য হত্যায় প্ররোচিত করে। আশরাফুলকে নিয়ে প্রথম আলোর প্রচারণা দেখে এই প্রশ্নটিই সামনে এসেছে। আইপিএলকে বাজার করে দিতে এবং ট্রান্সকম গ্রুপের ব্যবসা বাঁচাতে আশরাফুলকে নিয়ে যেভাবে প্রথম আলো এবং উৎপল শুভ্র গংরা প্রচারণায় নেমেছেন তাতে একথা বলাই যায়, আশরাফুলকে আত্মহত্যা করতে বাধ্যই করবে প্রথম আলো ও উৎপল শুভ্র গংরা।সূত্র: http://www.notun-din.com/?p=3086





প্রথম আলো ৬ জুন হেনসি ক্রেনিয়ে থেকে আশরাফুল; ক্রিকেটে ফিক্সিং, নিয়ে একটি প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করে। যেখানে হেনসি ক্রনিয়ে কে নিয়ে লেখা হয়েছে। এমনকি আশরাফুল যে ম্যাচ পাতানোর সাথে জড়িত তা নাকি জেমি সিডন্সও জানত বলেই দাবি পত্রিকাটির।

কিন্তু এখন কেন প্রথম এসব করছে। কেন আগে থেকেই তারা সংবাদ প্রচার করল না। নাকি ট্রান্সকম গ্রুপ ফ্লাডলাইটের কাজ না পাওয়ায় বিসিবিকে নিজের জোর এবং ক্ষমতা দেখাতে আশরাফুলকে নিয়ে যুদ্ধ করছে প্রথম আলো এবং উৎপল শুভ্র। অভিযোগ আছে, উৎপল শুভ্র আইপিএলের নিকট থেকে টাকা নিয়ে বিপিএলকে ধ্বংস করার অভিযানে নেমেছে।

কিন্তু পত্রিকাটি প্রচারণা দেখে মনে হচ্ছে, আশরাফুলকে তারা মানসিকভাবে খুন করেই ছাড়বে। তাকে নিয়ে একের পর এক সংবাদ প্রচার করে তাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হবে, যাতে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। প্রথম আলোর এই প্রচারণা বজায় থাকলে আমরা অচিরেই শুনতে পাব, নিজের দোষ দুর করতে আত্মহত্যা করেছেন আশরাফুল। কিন্তু আমরা তা চাই না, প্রথম আলো ও উৎপল এবার তোমরা ক্রান্ত হও। ছেলেটাকে নিজের মত করে বাঁচতে দাও।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭

আথাকরা বলেছেন: প্রথম আলো একটা মাদারচোদি পত্রিকা ।প্রাণ কোম্পানীর ১০ টন ফরমালিন
আটকের খবর তারা প্রকাশ করেনাই কারণ প্রাণ -প্রথম আলো আচার প্রতিযোগিতা আছে!!!


২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪০

রাতুল রেজা বলেছেন: আমার কিন্তু এখন সত্যি ভয় হচ্ছে যে আশরাফুল এরকম কিছু করে বসতে পারে। এখন ই থামা উচিত, না হলে কিছু হয়ে গেলে তখন কিছু বলে লাভ নাই। আর যাই হোক, আশরাফুলের সততা এবং মাফ চাওয়া দেখে আমি ওকে মাফ করে দিসি, তবে শাস্তি যেটা আছে ওটা হবেই।

৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আসলেই আজব প্রথম আলো এমনে আশরাফুলের পিছে লাগছে ক্যান?????

৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

সরলপাঠ বলেছেন: প্রথমআলুর অতি উৎসাহই বলে দেয় তারা আইপিএলের পঁচা গন্দ লুকানোর জন্যে নেমেছে। নতুবা আইপিএলের পঁচা কাহিনি তাদের হাতে রং তো পায়ই না তদুপরি কোন ফলোআপ খবরও তারা প্রচার করেনা। প্রথমালু একটা খা***পুত মার্কা পেপার।

৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৪

রাজীব বলেছেন: আমার তো মনে হয় আত্মহত্যা এখন সময়ের ব্যাপার। কারন মুখ বন্ধ করতে হবে না তা না হলেতো অনেকের নাম ফাস হয়ে যাবে।

৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

খাটাস বলেছেন: আমি আশরাফুলের কোন বেপক ফ্যান না। তবু ও যদি ধরি আশরাফুল বাঁচার জন্য দোষ স্বীকার করে দেশের মানুষের সামনে কান্নাকাটি করেছে, তবু ও আমি আশরাফুলের পক্ষই নিব। কারন এদেশের মানুষেরা ভুল স্বীকার করলে স্বেচ্ছায় তো দুরের কথা, ডলা দিয়ে ও দোষ স্বীকার করানো যায় না। হয়ত মতি মিয়াই বি পি এল খেলে ধরা পড়ার রিস্কে আছে, তাই আশরাফুল দিয়ে বি পি এল ঢাকার চেষ্টা। আশরাফুল ভুল করেছে ঠিক, তাকে শাস্তি দেয়া উচিত। কিন্তু তা অবশ্যই লঘু করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.