নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

ম্যাচ ফিক্সিংয়ের জালে উৎপল শুভ্র!!

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

বিপিএলের ম্যাচে ‘ম্যাচ ফিক্সিং’ এর দায়ে আশরাফুলকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। আশরাফুল দায় স্বীকার ও ম্যাচ ফিক্সিং নিয়ে উৎপল শুভ্রের ভূমিকা নিয়ে সন্দিহান অনেকেই। অভিযোগ উঠেছে, বাংলাদেশের বলিষ্ট এই ক্রীড়া সাংবাদিকও ম্যাচ ফিক্সিং এবং দূর্নীতির সাথে জড়িত। http://www.notun-din.com/?p=3086

আশরাফুলকে সাময়িক বহিষ্কার করেছে বিসিবি। দোষ স্বীকার করে তার বিবৃতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে প্রথম আলো। কিন্তু এর বাইরে বাতাসে ভেসে বেড়াচ্ছে উৎপল শুভ্র কাহিনী। অনেকেই মনে করছেন, আইপিএলের বাজারের জন্য ক্রমেই হুমকি হয়ে ওঠা বিপিএলকে ধ্বংস করতে মরিয়া ভারতের ক্রিকেট বোর্ড। ভারতের এই কাজের সহযোগিতা করতেই এতদিন ধরে গোপন রাখা তথ্য ফাঁস করে দিয়েছে উৎপল শুভ্র। এবং এই কাজের জন্য উৎপল শুভ্র আইপিএল কর্তৃপক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলেই অভিযোগ।



উৎপল শুভ্রের প্রতি সন্দেহ আরো ঘনীভূত হয়, আইপিএলে ম্যাচ ফিক্সিং এর দায়ে তিন ক্রিকেটারের ধরা পড়ার পরের ভূমিকা দেখে। প্রথম আলোর সংবাদ বিশ্লেষণে দেখা যায়, ভারতের তিন ক্রিকেটার, একজন কর্মকর্তা এবং অভিনেতা আটক হওয়ার পরেই প্রথম আলো বিপিএলে ম্যাচ ফিক্সিং এর কথা তোলে। বিপিএল শেষের এত দিন পরে এসে ভারতের আইপিএলের সাথে তাল মিলিয়ে বিপিএলের সংবাদ করাটা ছিল ভারতের ক্রিকেটের স্বার্থে উৎপল শুভ্রের উপহার। আর এই উপহার দেওয়ার বিনিময়ে ভারত তাকে দিয়েছে আরো বড় উপহার।





মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মিতক্ষরা বলেছেন: ইতোমধ্যে স্পষ্ট হয়ে ওঠেছে যে, ‘শুধু আশরাফুল একা নন’ শিরোনামে প্রথম আলোর প্রতিবেদনটির তথ্য কোন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া ছিল না। অথচ, এমন একটি অনির্ভরযোগ্য সংবাদকে পত্রিকাটি গত ৩১ মে দিনের প্রধান সংবাদ হিসেবে প্রচার করেছিল।


-- এইটা ঠিক। এছাড়া আশরাফুলের ফিক্সিং এর সাথে ইন্ডিয়ারটা তুলনীয় নয়। ইন্ডিয়ার যে মারাত্মক অবস্থা.........। বাংলাদেশে ফিক্সিং সেরকম হলে মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নিষিদ্ধ হয়ে যেত।

২| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

পাগলা রাজু বলেছেন: পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ভারতের সাথে তুলনা করা হয়নি বরং ভারতের ক্রিকেটের সুনাম যাতে ধূলিস্মাত না হয় সে জন্য বিপিএল, এসপিএলের দূর্নীতি খোঁজা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় আমাদের শুভ্র দা বিপিএলের ম্যাচ ফিক্সিংকে তুলে এনেছেন।

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৭

কালো রাজপুত বলেছেন: উৎপল শুভ্র এবং তার প্রথম আলো ভারতীয় দালাল।আসুন এসব দালাল গুলোকে বর্জন করি এবং প্রথম আলোকে না বলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.