![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনাম পইড়াই টাস্কি খাইলেন। আসল ঘটনা শুনলে অবস্থা কি হবে বুঝুন!! হ্যা ভাই, এমেলিয়া বাঙ্গালী। থাকেন কানাডাতে। তিনি সেখানকার নাগরিক। শখ তিনি হবেন দি মিস ওয়ার্ল্ড। http://www.notun-din.com/?p=2919
এই বাঙ্গালী নারী! আলোচনার ঝড় তুলেছেন কানাডাতে। কানাডার প্রভাবশালী ম্যাগাজিন টরেন্টো সানের মডেল হয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। সম্ভবত তিনিই প্রথম বাঙ্গালী এবং ‘হিজড়া’ এই ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল হয়েছেন।
তবে একজন হিজড়া বাঙ্গালীর এই সাফল্য কোন ভাবেই মেনে নিতে পারছে না কানাডার জনগণ। হাজারো কষ্ঠ করেও সুন্দরী এই ম্যাগাজিনের মডেল হতে পারেন না অথচ একজন বাঙ্গালী মডেল হয়ে গেল। সে নাকি আবার হিজড়া। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেছে সেদেশের সুন্দরীরা।
শুধু কি আন্দোলন সম্পাদকের নামে তারা একটি পিটিশন দাখিল করছেন। পিটিশনের লক্ষ্য হচ্ছে, বাঙ্গালী এমেলিয়ার মতো হিজড়াদের মডেল হিসেবে ব্যবহার না করার জন্য জনমত গঠন করা।
এত কিছুর পরেও পিছপা হইতে নারাজ এমলিয়া নিজের প্রেমিকের সাথে সুখে দিন কাটানো এমেলিয়া হইতে চায় মিস ওয়ার্ল্ড। হোক না হাজারো আন্দোলন সে মিস ওয়ালর্ল্ড হবেই। এরই নাম বাঘের বাচ্চা বাঙ্গালী।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮
মাক্স বলেছেন: বাহ্