নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের নীল নকশা, হয় ক্ষমতা, নয় সেনা শাসন

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

হয়ত ক্ষমতা নয় সামরিক শাসন। এই চিন্তাকে বাস্তবে রুপ দানের লক্ষ্যে এগিয়ে চলেছে আওয়ামী লীগ। যে |করেই হোক ক্ষমতায় টিকে থাকতেই হবে , এই বাক্যকে সামনে রেখে এগিয়ে চলেছে আওয়ামী লীগ। আর এ জন্যই আগামী সংসদ নির্বাচনে নিজেদের জয় লাভের নীল নকশা করেছে আওয়ামীলীগ। আগামী নির্বাচনে যেভাবেই হোক জয় লাভ করতেই হবে আওয়ামী লীগকে। আর এই লক্ষ্যকে সামনে রেখে দলটি সংসদের স্পিকার হিসেবে নিয়োগ দিয়েছে শেখ হাসিনা অতি স্নেহের শিরীন শারমিন চৌধুরীকে । একইভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের প্রবীন রাজনীতিবিদ আব্দুল হামিদকে।

খবর: http://www.notun-din.com/?p=3005



প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদদের নিকট ঘোষনা দিয়েছেন আগামী ২৫ শে অক্টোবর সংসদ ভেঙ্গে দেওয়া হবে। এর পরে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে অন্তর্বতীকালীন সরকার। এই সরকারের প্রদান হিসেবে শেখ হাসিনা নাম শোনা যাচ্ছে। যদি তিনি এই সরকারের প্রধান হন তাহলে আওয়ামী লীগের নীল নকশার ষোল কলা পূর্ণ হবে।



বিএনপি এবং ১৮ দলীয় জোট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতার আন্দোলন করলেও তাদের দাবি কানে তুলছে না সরকার। আইন করে এই ব্যবস্থাকে বাজেয়াপ্ত করেছে আওয়ামী লীগ। সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য প্রয়োজনে দেশকে সেনা শাসনের দিকেও ঠেলে দিতে পারে। যদি দেখা যায়, আওয়ামী লীগের সরকার গঠন করা কোন ভাবেই সম্ভব হচ্ছে না তবে রাষ্ট্রপতিকে দিয়ে দেশে সামরিক শাসনও জারি করতে প্রস্তুত দলটি। আর এভাবেই দেশের গণতন্ত্রকে হলা টিপে হত্যার পরিকল্পনা কেরে চলেছে আওয়ামী লীগ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:২৫

মিজভী বাপ্পা বলেছেন: হোক সেনা শাসন।তাও ভাল।অনেক শান্তিতে থাকবে পাবলিক।তবুও এসব জানোয়ার কুলাঙ্গারদের থেকে ভাল।আর যাই বলেন সেনা শাসন হলে চোর/ছিনতাই সহ সব অপরাধ কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে যায়।কিন্তু সেনা কর্মকর্তাদের অপরাধ বেড়ে যায় X((

২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:৪৪

নষ্ট ছেলে বলেছেন: ভুদাই জনগণের গণতন্ত্র থাইকা সামরিক শাসনই ভালা। আবদুল হামিদকে লুক হিসাবে একবারে খারাপ মনে হয় না।
আর মাথা খাটাইয়া একটু পল্টি মারলে কাম সারছে ;)

৩| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৮

দূর আকাশের নীল তারা বলেছেন: নিজেকে আমজনতার একজন বলে মনে করি। এও বিশ্বাস করি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ ভাল কাজ করে নি। কিন্তু যেহেতু আমি আপনার মত কোন রাজনৈতিক দলের অন্ধ সর্মথক নই, তাই ৯৫-এ আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বেগম জিয়ার সেই বিখ্যাত উক্তি: "শিশু আর পাগল ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়" ভুলে যাই নি। ভুলে যাই নি, খালেদা-ইয়াজউদ্দিনের একগুয়েমির কারণেই সেনা শাসক সম মঈন ইউ আহমেদের মঞ্চে আর্বিভাব। খালেদা তখন যা যা করেছিল, হাসিনা এখন তাই করছে। খালেদা-হাসিনা মুখে গণতন্ত্রের কথা বললেও দু'জনেরই উদ্দেশ্য খুবই সহজবোধ্য: গণতন্ত্রের গলা টিপে ক্ষমতায় আরোহন।

পরিশেষে এটাই বলতে চাই, জানোয়ার খালেদা-হাসিনার চেয়ে, চোর-বাটপার তারেক-জয়ের চেয়ে সেনা শাসনই ভাল।

মিজভী বাপ্পা-র সাথে একমত: সেনা শাসন হলে চোর/ছিনতাই সহ সব অপরাধ কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে যায়।

৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১১

হাসানুর বলেছেন: তারপরও ভাল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.