![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুকান্ত তার ‘হে মহাজীবন’ কবিতায় লিখেছিলেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ঃ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’। আর আজ আমি ঘোষণা করছি সামুর সকল ব্লগার আজকে সুপার ফ্লপ মেরেছেন।
ব্লগের সকল লেখাকে আজকে কেবলই রচনা মনে হচ্ছে, ভালো লেখনি মনে হচ্ছে না। কিন্তু কোন তা জানতে বা বুঝতে পারছি না বলেই এই পোস্ট। আশা করি ব্লগাররা আমাকে ভুল প্রমাণ করতে পারবেন।
২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোমহ্যাপির
**তুমি আমার প্রথম সকাল '' লিখাটা পড়ে দেখতে পারেন । চমৎকার লিখেছেন ।
বাট ভুলেও কমেন্ট করতে যাবেন না কারন উনি কমেন্টের রিপ্লাই দেন না ।
৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০৪
পাগলা রাজু বলেছেন: আজকে ব্লগের লেখাগুলোকে কেমন গুরুত্বহীন মনে হচ্ছে। হ্যা এখনো শেষ হয়নি। ভালো লেকা পাবার আশায় বসে থাকবো। আজকে আমি কেবলই পাঠক।
৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০৮
পাগলা রাজু বলেছেন: ধন্যবাদ.... গিয়াস লিটন
৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৪
খাটাস বলেছেন: এক জন মানুষের মতামত তখন ই বেশি গ্রহন যোগ্য হয়, যদি তা নৈতিক বা অন্য কোন কারনে জন সমর্থন লাভ করে। আপনি নিজে এমন ভাবছেন। সামু একটা নদী। নদীর সব জায়গায় মাছ থাকে না। খুজে দেখুন পেয়ে যাবেন। ভাল থাকবেন।
৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৯
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: অপেক্ষায় থাকেন!
৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫
পাগলা রাজু বলেছেন: খাটাস...... ভালো অনেক লেখাই আছে। কিন্তু আমার কাছে সবই রস-কষহনি মনে হচ্ছে। অবশ্য কারণ এখন জানি, সকালে আমার কলকাতার এক বন্ধু যখন জানালো মান্নাদে গুরুতর অসুস্থ তখন থেকেই সব কিছুকে কেমন পান্তা ভাতের মত লাগছে।
তবে **তুমি আমার প্রথম সকাল '' পোস্ট অসাধারণ। এক কথায় অসাধারণ।
৮| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৪২
হ্যাজাক বলেছেন: মাঝে মাঝে এরকম হয়
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার তো কয়েকটা পোস্ট ভালৈ লাগসে।
আর আজ কিন্তু এখনো শেষ হয়নাই ||