![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগ্ন ভুত চেপে বসেছে ইউরোপীয়দের উপর। নগ্ন স্নান, নগ্ন প্রতিবাদের পর তাদের মাথায় চেপেছে নগ্ন ফুটবল প্রতিযোগিতা। নিজেদেরকে মানুষের সামনে নগ্ন করে ইউরোপীয়রা ফিরে যেতে চাচ্ছে আদিম যুগেই।
ছবি: http://www.notun-din.com/?p=3121
সভ্যতার উষালগ্নে মানুষের মনে পোশাকের ধারণা ছিল না। তারা পরিবার এবং পরিবারের বাইরে নগ্ন হয়েই চলাফেরা করত। আদিম যুগের সেই মানুসের স্মুতিকে টেনে আনার আপ্রাণ চেষ্টায় রত ইউরোপের নারীরা।
ইউরোপ মহাদেশের নারী-পুরুষ নিজেদের সাদা চামড়াকে বাদামী করার জন্য করে সূর্য স্নান। এর বাইরে নতুন করে দেখা দিয়েছে নগ্ন হয়ে প্রতিবাদ। এভাবে প্রতিবাদ করলে একদিকে যেমন নিজের শরীরকে অস্বীকার করা যায় তেমনি পাওয়া যায় মিডিয়া কাভারেজ।
কিন্তু সম্প্রীতি নিজেদের মধ্যে নগ্ন হয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ইউরোপের নারীরা নিজেদের নিয়ে গেছেন সব কিছুর উর্দ্ধে। জার্মানিতে আয়োজিত নগ্ন ফুটবল প্রতিযোগিতায় নারীরা একেবারে বিবস্ত্র হয়ে ফুটবল খেলেছেন। যা আমাদের দেশে আমরা কোন দিনও কল্পনা করতেই পারি না।
২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:০৮
পাগলা রাজু বলেছেন: কোনটা হলে আপনার জন্য সুবিধা হতো :!> :#>
৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আচ্ছা এটা কোনো মানে হয় এইভাবে একটা নিউজ দেওয়া ঠিক হলো? এটা কি পর্ণো মুভির সাইট নাকি?
৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:১৪
নীল_সুপ্ত বলেছেন: পৃথিবীতে এখন নগ্নদের রাজত্ব চলছে...
এটা অনেকটা দারিদ্রের দুষ্টচক্র এর মতন, "নগ্নতার দুষ্টচক্র", মাঝখানে কিছুদিন সভ্য থাকলেও আবার নগ্নতায় ফেরত যাওয়া !!
৫| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮
bakta বলেছেন:
ল্যাংটো-ল্যাংটি - পড়েনি প্যান্টি
খেলিতেছে ফুটবল,
ছুটিতেছে বল - লুটিতেছে ফল
দুলিতেছে টলমল।
এ কেমন খেলা - দিবস বেলা
খুলি্য়া গোপন অন্গ
হাজার লোকে - ছানাবড়া চোখে
দেখিতেছে মহা-রন্গ ।
নাহিকো লজ্জা - নাহিকো সজ্জা
যত অসভ্যের দল,
জার্মানে আজ - সাজ সাজ সাজ
ল্যাংটির ফুটবল ।
----------------------------------
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ রাত ১০:০৪
মেদভেদ বলেছেন: ভাই খেলাটা কি টিকিট কেটে না টিকিট ছাড়াই দেখাগেছে????