![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের মেয়েরা আজকাল পাতলা কাপড় পরিধান করেন। এই নিয়ে আমাদের মাথা ব্যথার অন্ত নাই। অপরদিকে ইরান তাদের মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের পোশাক নিয়ে আরো কড়াকড়ি আরোপের চেষ্ঠায় লিপ্ত। তবে আমাদের নারীদের এই হালের পাতলা কাপড় পরিধান করে নিজেদের শরীরকে দেখানোর চেষ্টার মূল উৎস ইউরোপীয়দের দেখানো নগ্নতা।
আমাদের দেশের মত পশ্চাতপদ দেশের মানুষ নানান ভাবেই ইউরোপকে অনুকরণ করি। জেনে বা না জেনেই হোক তাদের দেখানো চুলের স্টাইল, পোশাক পরিধানের স্টাইল ফলো করি। আমাদের সংস্কৃতির সাথে তার মিল থাকুক আর নাইবা থাকুক। অনুকরণ করতেই হবে।
ইউরোপীয়দের হাল ফ্যাশনের ছবি: http://www.notun-din.com/
ইউরোপীয়ানদের দেখানো নানান সংস্কৃতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করে চলেছি। তাদের দেখানো পথে আমরা দেশ পরিচালনা করি, তাদের মতো নিজেদের উন্নত করতে চাই। চাই ফ্যাশন এমনকি তাদের দেখানো পথেই আমরা লিভ টুগেদার করি। এরই মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সমকামী বিয়ের পক্ষে সাফাই গাইছেন। হয়ত সেই দিন আর বেশি দুরে নয় যে দিন আমরা নগ্ন হয়ে রাস্তায় নামবো, হোক সেটা প্রতিবাদ করতে বা ফুটবল খেলতে।
২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪৫
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এই লেখাটা এবং এই লিংকটা শেয়ার করা কি খুব গুরুত্বপূর্ণ? এইভাবে কি নগ্নতার প্রচার এবং প্রসার কর হচ্ছে না?
৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: অন্যান্য অনেক ইউরোপিয়ান বা আমেরিকান স্টেটগুলাতে আত্মহত্যার প্রকপ অনেক বেশি। আসেন সবাই মিলে আত্মহত্যা করে স্টাইলিস্ট হয়ে যাই।
৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৫৭
খাটাস বলেছেন: গেমা: কােয়স হায়দার চৌধুরী বলেছেন: এই লেখাটা এবং এই লিংকটা শেয়ার করা কি খুব গুরুত্বপূর্ণ? এইভাবে কি নগ্নতার প্রচার এবং প্রসার কর হচ্ছে না?
৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:১৮
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: বিবর্তন সময়ের অংশ। মেনে নিতেই হবে। জানেন তো, একসময় মেয়েদের রাস্তায় বের হওয়াই ছিলো অপরাধ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪০
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: