নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

অস্বীকৃত স্ত্রী ডালিয়ার কারণেই হারতে হবে কামরানকে!

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩

আগামী কাল সিটি নির্বাচন। এই সময়ে সবার মধ্যেই চলছে কোন প্রার্থী জয়ী হবে। নানান কিছু বিবেচনা করে ভোটাররা নিজেদের ভোটের দাবিদারকে বের করার চেষ্টা করছেন। তবে সিলেটে ভাল নেই কামরান। এমনকি সিলেটের মত রাজশাহী, বরিশালেরও জয়ী হতে চলেছে বিএনপির প্রার্থীরা বলেই মনে করছেন সরকারের সাথে যুক্ত অনেকেই(http://www.notun-din.com/)।



বিগত আমলে কামরান সিলেটের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করলেও এবার তার জনপ্রিয়তা অনেক কমেছে বলেই মনে করেন ভোটাররা। তবে কামরানের জনপ্রিয়তা কমার পিছনে সবাই দেখছে তার দ্বিতীয় বউকে। কারণ কামরানের এই দ্বিতীয় বউ সম্পর্কে কোন ধারণাই ছিল না সিলেট বাসীর। কিন্তু ভোটের আগে হঠাৎ করেই তিনি নিজেকে কামরানের স্ত্রী বলে দাবি করেন। এই নিয়ে প্রচারিত হয় নানান সংবাদ, যা বেশ প্রভাব ফেলবে নির্বাচনী ফলাফলে।









মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

নয়ামুখ বলেছেন: ডালিয়া কোনো ব্যাপার না রে ভাই। আমার মতো শত শত ভোটার আছে সিলেটে যারা গত তিন তিনটা নির্বাচনে কামরান ভাইকে ভোট দিয়াছিলো কিন্তু এবার চায় পরিবর্তন । তাই শুধু ডালিয়া ইস্যুতে নয় সিলেট বাসী আজ অসংখ্য ইস্যু নিয়ে কামরান ভাইয়ের উপর বিরক্ত । আর এর প্রভাব গিয়ে পড়ছে নির্বাচনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.