নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

জাতির পিতার পরিবারে বিবাহ, বাঙ্গালীতো দাওয়াত চাইতেই পারে (রিপুস্ট বলা চলে)

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩২

জানিতে পারলাম শেখ রেহানার কণ্যা টিউলিপ বিবাহ করবেন। কিন্তু জানিতে পারিনি সম্ভাব্য জামাতার নাম। জামাতার নাম নিয়া যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলে জানিতে পারিয়াছি। কিন্তু কি কারণে এতো গোপনীয়তা। একটা সাধারণ জ্ঞানের কথা মনে পড়িয়া গিয়াছে। যতই নিয়ন্ত্রণ করিবে ততই আগ্রহ বাড়িয়া যাইবে। হয়তো নিয়ন্ত্রণের বাড়াবাড়ির কারণেই শত মুখে শত কথা রটিতে শুরু করিয়াছে- http://www.notun-din.com/?p=3166। রটনায় আপনিও নিজের বিবেক বুদ্ধি খাটাইতে ক্লিক করিতে পারেন। অনেকে নানান কথা কানাকানি করিতেছেন। আমি ভাই নিতান্ত ভদ্র মানুষ। এর কথার মধ্যে যাইতে চাই না। শুধুমাত্র মিষ্টি খাইয়া নিজ তৃপ্ত হতে চাই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৪

আহমেদ নিশো বলেছেন:

২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এদেশে বিদেশী স্পাওজ একটা সাভাবিক ব্যাপার, রাজনিতিকরাও ব্যাতিক্রম না।

এই উপমহাদেশে রাজনিতিকরা অনেকেই বিদেশী বিয়ে করেছেন,
রাজিব গান্ধি, ইমরান খান, জয় .....

৩| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০

নিষ্‌কর্মা বলেছেন: শোনা গেল যাকে উনি বিবাহ করছেন, তার সাথে কয়েক বছর ধরে লিভ-টু গেদারও করেছেন। ঐ লোকের নাম ক্রিস।

এইসবই গুজব। তবে যাহা রটে তা তো কিছু বটে।

জাতির পিতার নাতিদের বিদেশি স্পাউজ ছিল এতো কাল, টিউলিপ তা ভেঙ্গে দিল। এখন নাতনীরাও বিদেশি স্পাউজ গ্রহন করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.