নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

যে কারণে জিতলো বিএনপি, কেন হারলে আওয়ামী লীগ? বড় কোন প্রাপ্তির আশায় কী আওয়ামী লীগের এই হার?

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৩

কী হবে চার সিটি নির্বাচনের ফলাফল, তাই নিয়ে চিন্তার অন্ত ছিল না দেশের আপামর মানুষের। প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে সুষ্ঠভাবে নির্বাচন হওয়া নিয়েও চিল আশঙ্কা। কিন্তু সব আশঙ্কাকে দুরে ঠেলে, নির্বাচন হয়েছে এবং সব কয়টি সিটিতেই জিতেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। http://www.notun-din.com/?p=3178

কিন্তু সিটি নির্বাচনে কেন আওয়ামী লীগের এভাবে ভরাডুবি হলো এবং কেনই বা জিতে গেল বিএনপি। এই নির্বাচনের ফলাফল দেখে যে কোন ব্যক্তিই বলতে পারেন, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধিই এই জয়ের একমাত্র কারণ।

কিন্তু মনে হয় না, কেবলমাত্র জনপ্রিয়তাকে কেন্দ্র করে এই জয় এসেছে। এর পিছনে কাজ করেছে অন্য কোন চিন্তা। এই ভাবনাকে আরো জোরদার করে একটি সংবাদ, যেটি প্রকাশিত হয়েছে নির্বাচনের আগের দিন। চার সিটির তিনটিই বিএনপির, খুলনায় জিততে পারে আওয়ামী লীগ

http://www.notun-din.com/?p=3178

এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

নির্বাচনের আগের দিন কিভাবে এই সংবাদ পত্রটি জানলো যে বিএনপি সমর্থিত প্রার্থী তিনটি আসনে জিতবে, এবং খুলনাতে জিতবে আওয়ামীলীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক? কিন্তু পলাফলে দেখা গেল সব কয়টিতেই জিতেছে বিএনপি। এই ফলাফল দেখে, সন্দেহ জাগছে, সামনে বড় কোন প্রাপ্তির আশায় আওয়ামী লীগ কী নির্বাচনে ইচ্ছা করেই বিএনপিকে জিতিয়ে দিল নাকি আরো কিছু আছে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

মিত্রাক্ষর বলেছেন: সামথিং ইজ ফিশি!!!

২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

নয়ামুখ বলেছেন: বলির পাঠা নয়, গণ রায়। বাকি ৩টা সিটির ব্যাপারে বলতে পারবোনা, তবে সিলেটে কামরান যে গো-হারা হারবেন তা আগেই বুঝা গিয়েছিলো।

আমাদের ধারনা ছিলো ভোটের ব্যবধান আরো বেশী হবে। শুধু তাই নয়, সিলেটের খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামীলীগ প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরানের পক্ষে ব্যালট পেপারে অবৈধভাবে সীল দেয়ার সময় এক সহকারী প্রিজাইডিং অফিসার জনতার হাতে ধরা পড়েন। পরে নির্বাচন কমিশন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য হয়।।

৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪

মদন বলেছেন: নিজের কেন্দ্রে পরাজিত হয়েছেন কামরান
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: নিজের বাড়ীর কেন্দ্র এবং পার্শ্ববর্তী কেন্দ্রগুলোতেও পরাজিত হয়েছেন সিলেটের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদরুদ্দীন আহমদ কামরান। নিজের ভোট কেন্দ্র পাইলট স্কুল কেন্দ্রে আজ সকালে তিনি ভোট দিয়েছেন। তার বাড়ীর কাছের অন্যন্য কেন্দ্রের মধ্যে নাদিম পুর কেন্দ্র, কালিঘাট, দুর্গাকুমার কেন্দ্র (এখানে আজ সকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ভোট দিয়েছেন), অগ্রগামী বালিকা বিদ্যালয় কেন্দ্র এবং কিশোরী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্র ইতিপূর্বে সব নির্বচনে কামরান বিজয়ী হলেও এবার পরাজিত হয়েছেন। এই এলাকার অধিকাংশ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত এই এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয়ে অনেকেই হতবাক হয়েছেন। এদিকে সিলেটের অধিকাংশ কাউন্সিলর পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ছাত্রলীগ ও যুবলীগের সবেক নেতারাও পরাজিত হয়েছেন।

Click This Link

৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫

নিষ্‌কর্মা বলেছেন: জনগণের রায়ের উপরে অন্য কোন কথা নেই।

আর যে সংবাদের সূত্র উল্লেখ করা হয়েছে, তা তে একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, সেখানে ষড়যন্ত্র কোথায় দেখলেন। ২০০৮এর নির্বাচনের আগেও তো এমন সম্ভাবনার কথা বলেছে অনেকেই। এতে কি ভোটারদের মন পালটে যায়? আর যে সংবাদ সূত্রের কথা বলেছেন, তা আমার প্রশ্ন হল কয়জন ব্লগ পড়ে ভোট দিতে গেছে?

৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

নিরব বাংলাদেশী বলেছেন: আমি ভাই কেয়ারটেকার এর পক্ষে, যত যাই বলেন কুত্তার লেজ যেমন সোজা হয় না তেমনি আওয়ামীলিগ বা বিএনপি কারও ই ভরসা নাই, তাই কেয়ারটেকার থাকলে দুই দলের মাতাব্বরি ই কিছুটা কমবে। আমরা হুজুগে বাঙালী তাই বলে অতোটা ও হুজুগে নই যে সব আসনে ই বিএনপি জিতবে, বড় কিছুর আসায় ছোট কিছু ছাড় দিল কিনা আওয়ামীলিগ???

৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫১

পাগলা রাজু বলেছেন: ভাই নিষ্করমা, জনগণই হলো শেষ কথা। কিন্তু আমি যে সম্ভাবনার কথাটি বলেছি, তা হলো, আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করার যে চেষ্টা করছে, তারই অংশ হিসেবে এই কাজ করেছে কিনা। কারণ, বিএনপির এই বিজয় বিদেশীদের কাছে আওয়ামী লীগের অধীনের নির্বাচনের গ্রহণ যোগ্যতা বাড়াতে পারে।
আর সেই কারণে যদি এটা হয়ে থাকে তবে বলতেই হয়, সামনে গণতন্ত্রের জন্য কুবই খারাপ সময় অপেক্ষা করছে।

৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:০০

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আওয়ামী শাসনে বিরক্ত হয়ে মানুষ বি.এন.পি-কে ভোট দিয়েছে।

শেয়ার কেলেঙ্কারী (৩৩ লক্ষ ক্ষতিগ্রস্থ মানুষের প্রতিশোধ)

গ্রামীণ ব্যাংকের প্রতিশোধ

পদ্মা সেতু সহ অন্যান্য দূর্নীতি

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি

হেফাজতে ইসলামের প্রতিশোধ

জামাতের প্রতিশোধ

অজানা গুপ্ত বা সিক্রেট কারণ


এখন আওয়ামী লীগ অলরেডি প্রচার করতে শুরু করেছে যে দলীয় সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে কারচুপি ছাড়াই নির্বাচন সম্ভব। কিন্তু .....


বি.এন.পি এই টোপ/মুলা গিলতে চাইবে না কোন মতেই।

সামনে সংঘাতের আশঙ্কা দেখছি।

:( :( :(

৮| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

মদন বলেছেন: নিজেদের কেন্দ্রে লিটনকে হারালেন বুলবুল

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে একই কেন্দ্রে ভোট দিয়ে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

নগরীর স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে বুলবুলের আনারস প্রতীক পেয়েছে ৫২৯ ভোট, লিটনের তালা পেয়েছে ৩৬১ ভোট।



Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.