![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিটি নির্বাচনে হেরেছে আওয়ামী লীগ। চারটির প্রত্যেকটিতেই তাদের হারা জন্ম দিয়েছে নানান প্রশ্নের। ভাবা হচ্ছে, আগামী সংসদ নির্বাচন নিজেদের ইচ্ছামত করার জন্যই এই খেলা করেছে আওয়ামী লীগ। আগামীর বৃহৎ স্বার্থে চারটি সিটি মেয়র বিএনপিকে উপহারই দিয়েছে বলেই মনে হচ্ছে। তবে যেভাবেই এটা করুক না কেন, কামডা নাকি মোডেও বালা করলো না আওয়ামী লীগ। http://www.notun-din.com/?p=3178
কী হবে চার সিটি নির্বাচনের ফলাফল, তাই নিয়ে চিন্তার অন্ত ছিল না দেশের আপামর মানুষের। প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে সুষ্ঠভাবে নির্বাচন হওয়া নিয়েও চিল আশঙ্কা। কিন্তু সব আশঙ্কাকে দুরে ঠেলে, নির্বাচন হয়েছে এবং সব কয়টি সিটিতেই জিতেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা।
কিন্তু সিটি নির্বাচনে কেন আওয়ামী লীগের এভাবে ভরাডুবি হলো এবং কেনই বা জিতে গেল বিএনপি। এই নির্বাচনের ফলাফল দেখে যে কোন ব্যক্তিই বলতে পারেন, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধিই এই জয়ের একমাত্র কারণ।
কিন্তু মনে হয় না, কেবলমাত্র জনপ্রিয়তাকে কেন্দ্র করে এই জয় এসেছে। এর পিছনে কাজ করেছে অন্য কোন চিন্তা। এই ভাবনাকে আরো জোরদার করে একটি সংবাদ, যেটি প্রকাশিত হয়েছে নির্বাচনের আগের দিন। চার সিটির তিনটিই বিএনপির, খুলনায় জিততে পারে আওয়ামী লীগ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
নির্বাচনের আগের দিন কিভাবে এই সংবাদ পত্রটি জানলো যে বিএনপি সমর্থিত প্রার্থী তিনটি আসনে জিতবে, এবং খুলনাতে জিতবে আওয়ামীলীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক? কিন্তু পলাফলে দেখা গেল সব কয়টিতেই জিতেছে বিএনপি। এই ফলাফল দেখে, সন্দেহ জাগছে, সামনে বড় কোন প্রাপ্তির আশায় আওয়ামী লীগ কী নির্বাচনে ইচ্ছা করেই বিএনপিকে জিতিয়ে দিল নাকি আরো কিছু আছে?
(সংশোধিত পোস্ট )
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪০
সাইদুল হক পাবেল বলেছেন: বি এন পি গতবার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মহিউদ্দিন চট্টগ্রামে মেয়র নিবাচিত হয়েছিল। তখন বিএনপি বলেছিল তারা যে নির্বাচন কমিশন গঠন করেছে এটা নিরপেক্ষ। কিন্তু তাতেও বিএনপির শেষ রক্ষা হয় নাই। আওয়ামী লীগ সিইসির বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করে। বিএনপি ঠিক সে কাজটাই করবে।