নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

রানা প্লাজার উদ্ধারকর্মীদের মৃত্যু আমাদের ব্যথিত করে না।

১৯ শে জুন, ২০১৩ রাত ১:৩৬

রানা প্লাজা ধ্বসের দুই মাস পরে এসে আজ আর কোন উদ্ধার কর্মীর কথা মিডিয়াতে নেই। এরই মধ্যে বাবু মারা গেছে। হয়ত আরো অনেকেই সামনে নিজেকে রানা প্লাজার লাশের সারিদের সাথে যুক্ত করবে। আমরা কোনদিনও হয়ত তাদের নামও জানবো না। তারা যেমন নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে এসেছিল, তেমনি সকলের অগোচরেই চলে যাবে পৃথিবী ছেড়ে। আমরা কেবল নিজেদের নিয়েই ব্যবস্থা কোন দিনও তাদের কোন খবর নেব না। এটাই পৃথিবী। এরই নাম জীবন। উদ্ধারকর্মীদের সর্বশেষ অবস্থা: http://www.notun-din.com/?p=3221

মৃত্যুর মিছিলে জীবনের গান গাওয়ার নাম বেঁচে থাকা। আমরা বেঁচে থাকবো। হাজারো বাবুদের আত্মহত্যা আমাদের কাঙ্ক্ষিত জীবন থেকে আমাদের এক চুলও সরাতে পারবে না।

মর বাবু, রফিকুল ইসলাম, ওমর ফারুক তোরা মরে আমাদের শান্তি দে। আমরা বাচতে চাই।



এপ্রিল মাসে রানা প্লাজা ধ্বসে মারা গেছে হাজারের বেশি শ্রমিক। আরো অনেকেই এখনো নিখোঁজ। আর কোনদিনই তাদের মুখ দেখতে পাবে না তাদের মা বাবা, সন্তান বা ভাই বোনরা। তারা হারিয়ে গেছে স্মৃতির অতলে।

রানা প্লাজা থেকে ১৭ দিন পরে বেঁচে বের হওয়া রেশমা ভালো আছে। চাকরি পেয়ে তার জীবন সুখে কাটবে। কিন্তু যারা এই রেশমাদের বাঁচাতে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে সেদিন নেমেছিল মৃত্যুপুরীতে, তারা কেমন আছে?

তারা কী জীবনের স্বাভাবিক স্রোতে ফিরে গেছে নাকি রানা প্লাজার লাশের সারি তাদেরকেও ডাকছে তাদের দলে সামিল হতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:২২

নানাভাই বলেছেন: রানা প্লাজার "রেশমা" নাটক এবং একজন উদ্ধারকর্মী রফিকুল
পড়েন এইখানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.