![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় বলে, যাহা রটে তার কিছুটা হলেও ঘটে। গতকালের রটনা- ইমরান সরকার পালিয়েছেন। রটনার পর ইমরান সরকার সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানালেন। প্রমান হলো তিনি পালানোর ঘটনা ঘটাননি! এইবার আসুন ভেবে দেখি রটনার পেছের রসদগুলো কি?
অনলাইন পত্রিকা নতুনবার্তা ইমরান সরকার পালিয়েছেন এমন সংবাদ প্রকাশ করতে ভালোবাসবেন খুবই স্বাভাবিক। কিন্তু কথায় বলে এক হাতে তালি বাজে না। অর্থাৎ ইমরান সরকারেরও কিছু ভূমিকা ছিল গুজবের পেছনে । http://www.notun-din.com/?p=3388
গণজাগরণ মঞ্চ সারাবিশ্বের পত্রিকার শিরোনাম হয়েছে এক সময়। বেশি দিন হয়নি। কিছু হতে না হতেই মিডিয়াকে দেখেছি ইমরান সরকারের দিকে মাইক্রোফোন তুলে দিতে। কিন্তু গত কয়েক মাস ধরে মিডিয়ার সাথে ইমরান সরকারের শীতল সম্পর্ক। মিডিয়ায় ইমরান সরকারকে দেখাই যায়নি। খুব বড় কোন কর্মসূচীও নাই।
খুব বড় কোন কর্মসূচীও ছিল না। এই পরিস্থিতির কারণেই ইমরান সরকারকে নিয়ে গুজব সৃষ্টির সুযোগ তৈরী হয়েছে। তাই গুজবের দায় ইমরান সরকারেরো রয়ছে।
২| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪০
রুপম হাছান বলেছেন: যাহা বলেছেন সত্যি বলেছেন, সত্যি বই কখনো কি মিথ্যে হতে পারে? উনি কি সত্যিই ডাক্তার এমরান এইচ সরকার নাকি রোগ এমরান এইডস্ ছারখার!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: নষ্ট বিবেকের সৃষ্ট প্রেতাত্মা
কিলবিল করে ইমরানের গাড়ে
সময় হলেই নাটকের নটবর
আর পত্রিকাওয়ালাদের নজর খাঁড়ে