নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

ইসলামের সমালোচনা করা অন্যায় নয় বরং মৌলিক অধিকার: ইউরোপ সফরে তসলিমা নাসরিন

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮

“ইসলাম ও ব্লাসফেমি আইনের সমালোচনা করা কোনভাবেই অন্যায় নয়, বরং মৌলিক অধিকার। এই ব্লাসফেমি আইন অবশ্যই প্রতিরোধ করতে হবে।“ ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে অতিথি বক্তা হিসেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও বাক স্বাধীনতার পরিস্থিতির সমালোচনা করে সম্প্রতি এই বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে বিতাড়িত, নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন।

গত ৪ জুন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বক্তৃতাকালে তসলিমা নাসরিন আরও বলেন, বিগত বছর‍গুলোতে ইসলামী গোষ্ঠীগুলো বাংলাদেশে অধিকতর শক্তিশালী হয়েছে। যারাই তাদের এই উত্থানের প্রতিবাদ করছে, তাদেরই তারা নির্যাতন করেছে, আহত বা হত্যা করছে। আর এভাবেই তারা তাদের শক্তির প্রদর্শন অব্যাহত রেখেছে। http://www.notun-din.com/?p=3403



তসলিমা নাসরিন দাবি করেন, ধর্ম বিশ্বাস করলে যেমন কাউকে হত্যা করা হয় না, তেমনি ধর্মে অবিশ্বাসকারীকেও কোনভাবেই হত্যা করা যাবে না। এটাই গণতন্ত্র।

নারীবাদী এই লেখিকা ইউরোপীয় পার্লামেন্টের উদ্দেশ্যে বলেন, তাদের উচিত বাংলাদেশের মুক্তমনা, যুক্তিবাদী, বাকস্বাধীনতায় বিশ্বাসী এবং ধর্মে অবিশ্বাসীদের নিরাপত্তার জন্য কাজ করা। আটক ব্লগারদের মুক্তির জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়া উচিত এই সংসদের।

তসলিমা নাসরিন কাজ করেন নারীর স্বাধীনতা, বাক স্বাধীনতা ও সেক্যুলারিজমকে নিয়ে। আর তার এই কাজের স্বীকৃতি হিসেবে বেলজিয়ামের বিজ্ঞান, কলা এবং সাহিত্য বিষয়ক রয়েল একাডেমি তাকে পুরষ্কৃত করেছে। পুরষ্কার গ্রহণ করার সময় তিনি বাংলাদেশসহ বিশ্বের নারীদের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতার পাশাপাশি বাংলাদেশের ইসলামী চরমপন্থীদের উত্থান নিয়েও কথা বলেন।





মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:১১

সবুজ ভীমরুল বলেছেন: একটা আপার ক্লাস রেড লাইট জোনের সেবাদাসী কি বলল না বলল সেইটা নিয়া মাথা না ঘামালেই ভাল হয়!!

২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪

সেতু আশরাফুল হক বলেছেন: তসলিমা নাসরিন দাবি করেন, ধর্ম বিশ্বাস করলে যেমন কাউকে হত্যা করা হয় না, তেমনি ধর্মে অবিশ্বাসকারীকেও কোনভাবেই হত্যা করা যাবে না। এটাই গণতন্ত্র।

৩| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৩

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: তসলিমা কিছু কথা একেবারে খারাপ কয় নাই । মত থাকলে ভিন্নমত থাকবে । এটাই স্বাভাবিক। ব্যক্তি তসলিমার সমালোচনা থাকতে পারে। তাই বলে কিছু আবাল আছে তসলিমার সব বক্তব্যই বিরোধীতা করে। নাস্তিকদের ওপর শারিরীক আঘাত করা মানে ধর্মকেই অপমানিত করা।

ভিন্নমতাবলম্বীদের তারাই আঘাত হানে যারা ধর্ম বেঁচে খায়।
Click This Link

৪| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:১৯

রাজীব দে সরকার বলেছেন: তসলিমা নাসরিন দাবি করেন, ধর্ম বিশ্বাস করলে যেমন কাউকে হত্যা করা হয় না, তেমনি ধর্মে অবিশ্বাসকারীকেও কোনভাবেই হত্যা করা যাবে না। এটাই গণতন্ত্র।

এই কথার সাথে আমিও একমত
যাই হোক গণতন্ত্র চাই, কোন বিশেষ শাসনব্যবস্থা নয়

৫| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৬

ধুলোময়বৃষ্টি বলেছেন: ভাই বাংলাদেশে ইসু কিন্তু ধর্ম অবিশ্বাসীদের নিয়ে নয় , ইসলাম বিদ্বেষীদের নিয়ে

তসলিমা নাসরিন কথা ঘুরাইছে

কেউ তো কোনো হিন্দুকে বা নাস্তিক কে কিছু বলতেছে না

তোমার ইসলাম পছন্দ না হলে মানবা না , তোমাকে কেউ জোর করতেছে না , কিন্তু তুমি আল্লাহ কে নিয়ে নবী কে নিয়ে বাজে কথা বলবা আর এটা কে সমালোচনা বলে জায়েজ করার চেষ্টা করবা এটা ঠিক না

তুমি নাস্তিক হও বা যাই হও তাতে কোনো সমস্যা নাই ।

কিন্তু তুমি অন্য ধর্মের সন্মানিত ব্যক্তিদের বিষয়ে কটুক্তি করবা ইটা অন্যায়

নবী , রাসুল, কৃষ্ণ , বুদ্ধ , সেইখ মুজিব , ভাসানী এমন সন্মানিত লোকদের নিয়ে কটুক্তি করা বন্ধে আইন করা যুক্তিযুক্ত

৬| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৩

নির্বোধ বালোক বলেছেন: @ধুলোময়বৃষ্টি - সহমত।

৭| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

রাজীব দে সরকার বলেছেন: কেউ তো কোনো হিন্দুকে বা নাস্তিক কে কিছু বলতেছে না

@ধুলোময়বৃষ্টি, নাস্তিক পইড়া মরুক, ৩৫০ এর বেশী মন্দির ভাঙ্গা, দেব-দেবীর প্রতিমা ভাঙ্গা, হিন্দু দের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, হিন্দু মেয়েদের সম্ভ্রমহানি - এগুলা কি?

যাদের ক্ষতি করা হলো, তারা কি ইসলাম বিদ্বেষী ছিলো?
নাস্তিক ছিলো?
তারা শুধু হিন্দু ছিলো, শুধু হিন্দু

আজাইরা কমেন্টের জন্য আপনাকে তিরষ্কার

৮| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

গেস্টাপো বলেছেন: পোস্ট এ হাজিরা দিয়া গেলাম।আর একটা কথা কইয়া যাই।টুশ্লিমাকে ফুলাইয়া-ফাপাইয়া বড় করার পেছনে সবচেয়ে বড় অবদান কিন্তু কলিকুত্তার হিন্দুদের(আনন্দবাজার পুত্রিকার)।
তাই দেখবেন বেঙ্গলি হিন্দুগুলাও টুশ্লিমা কিছু কইলেন সহমত,সহমত কইয়া জীবন দিয়া দেয় পারলে B-))

তাই বাঙালি মুসলিমদের প্রতি আমার অনুরোধ থাকবে,"টুশ্লিমাকে না,যারা টুশ্লিমার পেছনে আছে তাদের চিন্না রাখ।তাইলে ভবিষ্যৎ এ কামে দিব ;) "

৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:৪১

সেতু আশরাফুল হক বলেছেন: আহাম্মক শফি ওরফে লালা হুজুর ছুইলে...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.