নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

নখ-দন্তহীন দুদক চেয়ারম্যানের কাছে ডিভোর্স লেটার

২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯

আপনি- গোলাম রহমান, নিজেকে নির্লজ্জের মতো ব্যর্থ বলে পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন, ‘ছোটখাটো কিছু সফলতা থাকলেও বিস্তৃত পরিধিতে আমি নিজেকে সফল মনে করছি না। আমার চার বছরেও আমি দুদকের আইন সংশোধন করতে পারিনি।’



আপনি স্বীকার করেছেন আপনি ব্যর্থ। কিন্তু আপনি কিছুতেই সততার সাথে আপনার ব্যর্থতার কারণ বলেননি। আপনার উপর রাজনৈতিক চাপ কি মাত্রায় ছিল তা প্রকাশ করতে পারতেন। দুর্নীতি তদন্তে আদৌ আপনার কোন যোগ্যতা আছে কিনা। আপনার জীবন বৃত্তান্ত বিশ্লেষণ করে দেখা যায়, দুর্নীতি কিংবা অপরাধ বিজ্ঞান এই বিষয়ে আপনি ব-কলম। এই বিষয়ে আপনার কোন প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। http://www.notun-din.com/?p=3382



তাহলে আপনি ব্যর্থ হনেন না তো কে ব্যর্থ হবে। সত্যি, আপনি নখ-দন্তহীন বাঘ। আপনার বিদায়, আমাকে আরো শংকিত করে। কেননা, পরবর্তী চেয়ারম্যানদেরও কোন বিশষ যোগ্যতা প্রমাণ করে নির্বাচিত হতে হবে বলা মনে হয়না। কেননা দুর্নীতি দমন কমিশনের বর্তমান ব্যবস্থাপনায় বারবারই আপনার মতো নখ-দন্তহীন চেয়ারম্যান নির্বাচিত হতে পারে।



এই ডিভোর্স লেটার সমস্ত নখ-দন্তহীন চেয়ারম্যানদের জন্য প্রয়োজ্য হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৩

নিজাম বলেছেন: চার বছর হালুয়া রুটি খেয়েছেন। এবার যাবার সময় প্রকৃত সত্যটা বলতে পেরেছেন। তাও তাকে ধন্যবাদ দিতে হয়। মন্দের ভালো। বাপের বেটা হলে প্রথম দিকেই সত্যকথা বলে পদত্যাগ করতে পারতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.