![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরষ্কার আনতে ইউরোপ গেছিলেন আমাগো তসলিমা বুবু। তিনি ইউরোপের বাঘা বাঘা নেতাগো লগে সাক্ষাতকার করছেন, বক্তব্য দিছেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে। আবার তিনি বিতর্ক করছেন।
অনেক দিন থেইকাই দেশের বাইরে কাটাইতেছেন তিনি। ভারত সরকার তারে সে দেশে থাকার অনুমতি দিছে। যদিও তার থাকা নিয়া হেই দেশের রাজনীতিবিদরা নানান কথা কন। তবু তিনি ভারতেই আছেন।
তবে মজার ব্যাপার হইলো, তসলিমা বুবু যেই খানেই যান না কেন মিডিয়া কাভারেজ ভালোই পান। এই যেমন তিনি বেলজিয়ামে পুরষ্কার আনতে গিয়া ওই দেশের এক সংবাদপত্রে সাক্ষাতকার দিছেন । সাক্ষাতকারে তিনি ইসলামের সমালোচনা করা অন্যায় না বইলাই মনে করছেন। তিনি এইটাকে অধিকার বইলাই মনে করেন।
তিনি কেবল এই সাক্ষাতকার দিয়াই শান্তি পান নাই এই সাক্ষাতকার আবার নিজে একটা ব্লগে লিখছেন। যাই হোক, তিনি যেন বিতর্কের বাইরে না যান তাই ইসলাম, বাক স্বাধীনতা, ব্লগার এবং হেফাজত নিয়া অনেক কথাই কইছেন। আমার ছোডু মাথায় এত কিছু না ঢুকলেও এইটা বুঝছি, তিনি যেমন সমালোচনা করছেন, তাতে দেশের সম্মান বাড়ে নাই।
সংবাদ: http://www.notun-din.com/?p=3403
©somewhere in net ltd.