![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদিম কাল থেকেই যৌনতা মানুষের যেমন আগ্রহের বিষয়বস্তু তেমনি এটা গোপনীয়। কিন্তু আধুনিক কালের সিনেমাতে এখন হর হামেশাই দেখা যায় যৌন উত্তেজক দৃশ্য। এটা মূলত দর্শকদের যৌনতাকে উসকে দিয়ে সিনেমাকে জনপ্রিয় করার একটি মাধ্যম।
আমরা বিভিন্ন সিনেমাতে দেখি অভিনেতা-অভিনেত্রীর অতি খোলামেলা দৃশ্য। অনেক সিনেমাতে আবার দেখানো শারীরিক সম্পর্কের দৃশ্য। দর্শক এ সব বিভিন্ন অভিনেত্রীর শারীরিক অবয়ব নিয়ে ভাবতে থাকেন দর্শকরা। অনেকে আবার এটা নিয়ে পোস্টও মারতে পারেন সামুতে। ছবি দেখুন: http://www.notun-din.com/?p=3456
কিন্তু ভাই আদতে আপনি কোন দিনও কোন অভিনেত্রীর শরীর দেখেন। চুম্বন দৃশ্যটি সরাসরি দেখানো হয় এটা ঠিক কিন্তু তাই বলে সঙ্গম? কোন প্রশ্নই ওঠে না।
তাহলে কিভাবে এটা দেখানো হয়, দেখানো হয় বিভিন্ন পর্ণতারকার শারীরিক সম্পর্কের দৃশ্য। আবার অনেক সময় উলঙ্গ অভিনেতা-অভিনেত্রীদের শরীরে থাকে তার গায়ের রং এর পোশাক। যা দেখতে অনেকটাই শরীরের মত। আমরা কেবল দেখি শরীরের পোশাক, শরীর না।
২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১
পাগলা রাজু বলেছেন: গুমট, বাতাসহীন আবহাওয়াতে তো গরম হইতেই পারেন। তবে দোয়া করেন যেন বৃষ্টি হয়। ধরণী শীতল হইলো সাথে আপনিও ঠান্ডা হইতে পারবেন।
৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৭
bakta বলেছেন:
পাগলের আর কাজ নাই -
৫| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৬
নষ্ট কাক বলেছেন: নাউজুব্বিল্লাহ ! এত দিন কি দেখছি আর কি ভাবছি
সবি বয়সের দোষ
৬| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মোতাব্বির কাগু বলেছেন: আমার মনে হয় প্রভার ক্ষেত্রেও এমন হয়েছে
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৬
মোমের মানুষ বলেছেন: