![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেগান ফক্স হলিউডের প্রভাবশালী এবং আকর্ষনীয় অভিনেত্রী। খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য যিনি বিখ্যাত। সর্বশেষ টান্সফরমার সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই অভিনেত্রী।
সিনেমায় তিনি ছাড়া আরো অনেকেই যৌন উত্তেজক দৃশ্যে অভিনয় করেন। রাশিয়ান ললিতা চলচ্চিত্রের অভিনেতারা তো একেবারে পর্ণস্টারদের মত অভিনয় করেছেন। তাদের এই খোলা শরীর দেখে যেকোন দর্শক ভাবতেই পারেন তিনি হলিউডের জনপ্রিয় এই নায়িকাদের শরীর দেখে ফেলেছেন। মেগান ফক্সের ছবি দেখুন: http://www.notun-din.com/?p=3456
কিন্তু আদতে না নয়।
সভ্যতার শুরু থেকেই যৌনতা নিয়ে আগ্রহী মানুষ। মানুষের এই গোপন এবং আকাঙ্ক্ষিত দিকটিকে কেন্দ্র করে হলিউড ও বলিউডে নির্মিত হচ্ছে নানান চলচ্চিত্র। ইদানীং ভারতের বাঙলা চলচ্চিত্রেও দেখা মেলে খোলা মেলা দৃশ্যের। যা চলচ্চিত্রকে যেমন বানিজ্যিক ভাবে লাভ জনক করে তোলে, তেমনি অভিনেত্রীর বাজার মূল্যও বাড়িয়ে দেয়। কিন্তু আদতে অভিনেতা-অভিনেত্রীরা খোলামেলা দৃশ্যে অভিনয় করেন না। খোলামেলা দৃশ্যে পরিচালকরা খুব সতর্কভাবে কোন পর্ণস্টারকে কাজে লাগান। আবার অনেক সময় অবিনেত্রী নিজের ত্বকের আদলে তৈরি পোশাক পড়েন। যা দেখতে শরীরের মত। আর এই দৃশ্য দেখিয়েই পরিচালকরা নিজেদের চলচ্চিত্রের বাজার ধরে রাখেন।
২| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মোতাব্বির কাগু বলেছেন: হুম প্রভাও মনে হয় এই টেকনিকের শিকার
৩| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
লজিক মানুষ বলেছেন: মোতাব্বির কাগু বলেছেন: হুম প্রভাও মনে হয় এই টেকনিকের শিকার
৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫
rakibmbstu বলেছেন: লজিক মানুষ বলেছেন: মোতাব্বির কাগু বলেছেন: হুম প্রভাও মনে হয় এই টেকনিকের শিকার
৫| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:২৪
লজিক মানুষ বলেছেন: rakibmbstu বলেছেন: লজিক মানুষ বলেছেন: মোতাব্বির কাগু বলেছেন: হুম প্রভাও মনে হয় এই টেকনিকের শিকার
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মিত্রাক্ষর বলেছেন: আবার দিচেন!!! মাইনাচ