![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী পুত্র একজন খ্রিস্টানকে বিয়ে করেছে। আর প্রধানমন্ত্রী ছেলের এই কথা সংসদকে জানাতে গিয়ে একজন সাধারণ নাগরিকের ঘরের সমস্যাকে পাবলিক করে দিলেন। যা কোনভাবেই একজন রাষ্ট্রপ্রধানের নিকট থেকে আশা করা যায় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ছেলের বিবাহ নিয়ে বলতে গিয়ে ড. কামাল হোসেনের মেয়েকে টেনে এনেছেন। এর মাধ্যমে তিনি নিজের ছেলে জয়কে বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রী কোনভাবেই এটা করতে পারেন না। এটা তাঁর অনধিকার চর্চা।
শেখ হাসিনার ভাগনী লন্ডনে বিয়ে করার খবর ছড়িয়ে পড়ার পর হাসিনা-রেহানা পরিবারে ভিন্ন ধর্মাবলম্বী বিয়ে করার নানান ইতিহাস নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে উঠেছে। টিউলিপ সিদ্দিক লন্ডনে কঠোর ‘গোপনীয়তার’ মধ্য দিয়ে বিয়ের আয়োজন করেন। টিউলিপের আত্মীয়-স্বজন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও ব্রিটেন আওয়ামী লীগ টিউলিপ সিদ্দিকের বিয়ের ব্যাপারে একেবারে নিরব থাকে। কিন্তু, কয়েকটি দেশীয় মিডিয়া টিউলিপ একজন শেতাঙ্গকে বিয়ে করছেন বলে প্রচার করে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে মার্কিন নারী ক্রিস্টিনা ওভয়ামায়ারের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বিবাহ-বিচ্ছেদ এবং জয়ের নতুন বিয়ের গুজবও বিভিন্নভাবে মিডিয়ায় রয়েছে।
যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে পুত্রের বিয়ের বিষয়ে এই কথা বলেছেন।
প্রধানমন্ত্রীর অনধিকার চর্চার সংবাদ: http://www.notun-din.com/
২| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৯
রিওমারে বলেছেন: ফালতু একটা মহিলা।শেখ মুজিবের মেয়ে না হলে প্রাইমারী স্কুলের শিক্ষিকার চাকরি ও পাইতো কিনা সন্দেহ আছে।
৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৬
দুরন্ত-পথিক বলেছেন: রং হেডেড পারসন যা খুশী তাই বলবে,এটাইত স্বাভাবিক তাইনা।
৪| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ইয়াংেমন বলেছেন: ঠাকুর ঘরে কে.........রে
আমি কলা খাইনা.........
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯
শহুরে আগন্তুক বলেছেন: এ আর নতুন কি?