নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

সরকারের সহায়তায় ঢাকা-চট্টগ্রামে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করছে গুগল!!!!

২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪০

ঢাকা ও চট্টগ্রামে স্ট্রিট ভিউ প্রকল্পের মাধ্যমে গোপন তথ্য চুরি করছে গুগল। চুরিতে সহায়তা করছে সরকার। গুগল এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে আইনী বাঁধার মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সে। যুক্তরাজ্যে স্ট্রিট ভিউ প্রকল্পের মাধ্যমে সংগৃহিত তথ্য ৩৫ দিনের মধ্যে ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছে সে দেশের আদালত।



ভাবার কোন কারণ নাই যে গুগল যুক্তরাজ্যে চুরি করলে বাংলাদেশে করবে না। কিন্তু এই মগের মুল্লুক বাংলাদেশে গুগলকে সহায়তা করছে সরকার। আপনি ঢাকা বা চট্টগ্রামের বাসিন্দা হলে চুরির বিস্তারিত বিস্তারিত পদ্ধতি জেনে নিনঃ http://www.notun-din.com/?p=3481



আরেকটা তথ্য দেওয়া জরুরী বলে মনে হচ্ছে- বাংলাদেশ এই প্রকল্প উদ্বোধনের সময় ড্যান মজিনা, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক উপস্থিত ছিলেন। মন্ত্রীতো ছিলনই।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১১

নিষ্‌কর্মা বলেছেন: ড্যান মজিনা, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক কি গুগুলের এজেন্ট না সিআইএ-র এজেন্ট?

২| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

রেজা রাজকুমার বলেছেন: ল্যাংটার আবার বাটপারের ভয়।
যার কিছুই নাই লুকোবার তার আবার গোপনীয়তা কীসের?
সব কিছুতেই কানাচোখে দেখা আমাতের বাতিক হয়ে গেছে।
এখন না হয় গুগল রে মানা করলাম কিন্তু আকাশের স্যাটেলাইট থেকে তোলা পিকচার কিভাবে ঠেকাবো কন।

৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:২৫

মোমেরমানুষ৭১ বলেছেন: কন কি সেদিন আমাদের বাড়ীর পাশের রোডে এমন একটা গাড়ী দেইখা একটা মহা পোজ দিয়েছি

৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহ! কইত্তে পাইছেন এই সব কথা?? কিডা কইছে!! ঐ লিংক!!!
হাহাহা!! খুব ভালা!!!! একটা কামান কিনেন। কিনা ছাদে গিয়া বন, তারপর স্যাটেলাইট দেখলেই গুল্লি কইরা ফালাইয়া দিয়েন। হেই জিনিস দিয়া আম্রিকা সব দেইখা ফালায়!!!!!!!!!! :(
খুব খ্রাপ!!!

আমগো দেশের ছাদে থুক্কু উপরে উপরে কন তো কি জিনিস আনছে!!!!!
এই উপলক্ষে ইস! যদি কেউ একটা হরতাল দিত!!!!!!


৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯

তামিম ইবনে আমান বলেছেন: এসব বালছাল খবর দিয়ে পত্রিকা হিট করে লাভ কি? ভালো খবর দেন।


তাছাড়া এটা ব্লগ। প্রথম আলু পত্রিকা না যে শুধু এডভার্টাইজ দিবেন।

৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:০৩

মামুন হতভাগা বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:১৩

পিচ্চি পোলা বলেছেন: হেজাফতের ছফীরে দিয়া একটা বিবৃতি পয়দা করেন এই ব্যাপারে। দেশটারে পেছনের দিকে নেয়া আপনার একার পক্ষে সম্ভব নয়। বলদ কুনহানকার। X(( X(( X((

৮| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৫২

পথহারা সৈকত বলেছেন: বলদ কুনহানকার। :P :P :P :P :P :P

৯| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:০৪

সালমান ফার্সী বলেছেন: মজা পাইলাম। =p~ =p~ =p~

১০| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এহ্‌.... কি আমার গোপন তথ্য, তা আবার চুরি করে নিয়ে যাবে গুগল। ইডিয়েট। আপনি যে প্রভার ভিডিও দেখেছেন তা সবাই জানে, ঐসব তথ্য চুরি হলেও সমস্যা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.