নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

অপু উকিলের গালির জবাব দিতে প্রস্তুত রানু, শাম্মী ও পাপিয়ারা

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

সংসদে চলছে গালি প্রতিযোগিতা। আওয়ামী লীগের অপু উকিলের গালির জবাবে দাতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত বিএনপির রানু, শাম্মী আক্তার এবং পাপিয়া। আজকের সমালোচনাই শেষ নয় সামনে আসছে আরো গালির বহর। দেখার জন্য চোখ রাখুন সংসদ টিভির পর্দায়।



আওয়ামী লীগের সংসদ সদস্য অপু উকিলের গালির জবাবে নিজেদের গালির বহন নিয়ে অপেক্ষা করছে বিএনপি। আর এই কাজে দলকে সাথে পাচ্ছেন তারা। দলের সিনিয়র নেতারা তরুণদের সরকারের বিরুদ্ধে গালি দিয়ে সমালোচনার পক্ষে। বিএনপির সিনিয়র নেতারা দলের তরুনদের এই কাজে কিভাবে সমালোচনা করতে হবে তা বুঝিয়ে দিচ্ছেন। আর এই কাজে বিএনপিকে নেতৃত্ব দেবেন পাপিয়া। তিনি খালেদা জিয়ার স্বামী ও পুত্রকে নিয়ে অপু উকিলের বক্তব্যের জবাব দিতে প্রত্তুত বলে খবরে প্রকাশ। তিনি বলেন, অপু উকিলের গালির প্রতোৎত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি! কিন্তু কি ধরণের গালি দেবেন পাপিয়া: http://www.notun-din.com/?p=3517



গত বৃহস্পতিবার সরকার দলীয় সাংসদ অপু উকিল বিএনপির চেয়াপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ব্যাক্তিগত জীবন, জন্ম, পিতৃপরিচয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আপত্তিকর ও আক্রমণাত্মক কথা তোলেন। সংরক্ষিত আসনের এই সাংসদ শুধুমাত্র বক্তব্য দিয়েই শান্ত হননি। তিনি বক্তব্যের একটি ভিডিও ক্লিপ নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। আর তারই প্রতিবাদে বিএনপির রানু আজ গালির ঝড় তুলেছেন। সামনে তুলতে আসছেন পাপিয়া। আসুন, আমরা কাজ বন্ধ করে গালি শোনার জন্য সংসদ টিবিতে চোখ রাখি।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.