![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারদেশের প্রতিবেদনটি চুলচেরা বিশ্লেষণ করে দেখা যায়- রেশমা আসলে গার্মেন্টসে ফাতেমা নামে পরিচিত ছিল। ফাতেমা নামের একজন শ্রমিক ভবন ধ্বসের দিন এনাম মেডিকেলে চিকিৎসা নিয়েছিল। তাই আমারদেশ দাবি করেছে- রেশমা ওরফে ফাতেমা আসলে প্রথমদিনই বের হয়ে এসেছিল। কিন্তু ফাতেমা নামের কতজন শ্রমিক আছে ্তার কি কোন হিসেব আছে!!
তাই নামে নামে মিলে গেলেই দাবি করা যায়না রেশমা প্রথম দিনই উদ্ধার পেয়ে ছিল ও ১৭ দিন পরে উদ্ধারের গল্পটি সাজানো নাটক।
আমারদেশের অনুসন্ধান প্রক্রিয়া ছিল দূর্বল। যেভাবে অনুসন্ধান চালানো হল তাতে কোনভাবেই নিশ্চিত হওয়া যায় না যে রেশমার উদ্ধারের ঘটনাটি একটি নাটক ছিল।
হয়তো রেশমার ঘটনাটি সম্পূর্ণ নাটক। কিন্তু তা প্রশ্নাতীতভাবে প্রমাণ করতে না পারলে 'নাটক' বলে দাবি করাটা উচিত হবেনা। কেননা রেশমা ইস্যুতে মানুষের আবেগজড়িত।
আমারদেশের প্রতিবেদনটির দুর্বলতা নিয়ে এমন অসংখ্য প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যের উত্তর দিতে ব্যর্থ হয়েছে প্রতিবেদনটি। যেমনঃ প্রথম দিন উদ্ধার হলে রেশমা কোথায় লুকিয়ে ছিল? কে রেশমাকে লুকিয়ে রেখেছিল? । এই রকম আরো অনেক প্রশ্নের উত্তর দেয়নি আমার দেশের প্রতিবেদনটি।
তাই, রানা প্লাজা ধ্বসের ১৭ দিন পর রেশমাকে উদ্ধারের ঘটনাকে অনেকেই নাটক বলেছেন। আবার, রেশমার উদ্ধারকে নিয়ে দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনকেও অনেকে বলেছেন সাজানো গল্প। তাই সমস্যার সমাধান এখনও হয়নি।
২| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সব বাদ দেন। আমার দেশরে ফাউল কইয়া ফালায়া দেন।
দয়া কইরা বলেন তো- তারে এত রাখ রাখ ঢাক ঢাক কইরা রাখতেছে কেন?
কেন মিডিয়ার সামনে খোলা মেলা কথঅ বলতে দেয়া হচ্ছে না?
হ্যা সবচে আবাগের ইস্যুটিতো আরও বেশী প্রাণবন্দ হতো, তার সাক্ষাৎকারে নয় কি?
আর শুরু থেকে যে বর্ণনা, সাক্ষাৎকারে গড়মিল, মুন্নী সাহার প্রশ্নের কোন উত্তর না দিয়ে তারে ব্যক্তি আক্রমনের কথা বাদই দেন।
এখনো কেন তার জন্য ভিভিআইপি প্রোটেকশন! মিডিয়া থেকে আড়াল করার কারণটা দয়া করলে ব্যাখ্যা করলে জাতি সবচে আবেগের ইস্যুতে বড়ই উপকৃত হইত!!!!
৩| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
পাগলা রাজু বলেছেন: দারুন বলেছেন বিদ্রোহী। আপনার এই প্রশ্নগুলো আমার, সবার মনেই জাগে। ঘটনাটির সুরাহা হওয়া দরকার। কিন্তু প্রশ্নাতীতভাবে বোঝা দরকার- রেশমা কি ১৭ দিন পর উদ্ধার পেয়েছিলেন। নাকি সাজানো নাটক। কিন্তু আমারদেশের এই দূর্বল অনুসন্ধান সুরাহা করতে পারেনি। আর রেশমাকে নিয়ে এখনও যেভাবে প্রটেকশ্ন দেওয়া হচ্ছে তা শুধু সন্দেহ বাড়াচ্ছে।
৪| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
খাটাস বলেছেন: হয়তো রেশমার ঘটনাটি সম্পূর্ণ নাটক। কিন্তু তা প্রশ্নাতীতভাবে প্রমাণ করতে না পারলে 'নাটক' বলে দাবি করাটা উচিত হবেনা।
৫| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আস্তবাবা বলেছেন: নাটক না হলে আত রাখডাক কেন?
৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:২৩
পানকৌড়ি বলেছেন: রেশমাকে আমেরিকা পাঠানোর বিষয়টিও ভাবার বিষয় ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০
মদন বলেছেন: আমারো প্রতিবেদনটি যথেষ্ট দুর্বল মনে হয়েছে।