নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

মাতৃত্বের দাবিতে নগ্ন প্রতিবাদ!

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:১৪

মাতৃত্ব নারীর সবচেয়ে গৌরবের এবং একান্ত বিষয় হিসেবেই এতদিন ধরে জেনে আসতাম। কিন্তু নারীর এই মাতৃত্বের উপরেও হামলে পড়েছে তথাকথিত সমাজ সংস্কারকরা। নারীর দেহকে সন্তান উৎপাদনের খামারে পরিণত করার চেষ্টা চলছে বিশ্বের নানান প্রান্তে। তারই ধারাবাহিকতায় ব্রাজিলের সরকারও মাতৃত্ব নিয়ে জারি করেছে নতুন আইন।

কিন্তু সরকারের এই আইনকে কোন ভাবেই মেনে নিতে পারছে না সে দেশের নারীরা। ব্রাজিলের নারীরা সরকারের আইনের প্রতিবাদ করেছে জনসম্মুখে নিজেদের শরীর নগ্ন করে।



ব্রাজিলের নারীদের নগ্ন আন্দোলনের ছবি: http://www.notun-din.com/?p=3650



নারীর শরীরের মালিক কেবল নারী। চাইলেই কোন সরকার বা ব্যক্তি এই শরীরের মালিক হতে পারে না। পারে না এই শরীরের উপর চাপিয়ে দিতে কোন অন্যায় সিদ্ধান্ত। কিন্তু নারীদের এই দাবি কেন শুনতে যাবে সমাজ সংস্কারকরা। তাদের দাবি ব্রাজিলে ধর্ষিতা নারীরা চাইলে আর গর্ভপাত ঘটাতে পারবে না। গর্ভপাত রোধে সরকার বাধ্যমূলকভাবে ধর্ষিতাদের নিবন্ধনের আইন চালু করতে যাচ্ছে। আর যার বিরুদ্ধেই নারীদের নগ্ন প্রতিবাদ। আশা করি, তাদের আন্দোলন সফল হবে। তাদের শরীরের উপর চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করবে সরকারকে।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

একাকী বালক বলেছেন: খালি তো দেখি সুড়সুড়ি মার্কা জিনিস দিয়া অ্যাড মাইরা যাইতেছেন।

২| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

মোমের মানুষ বলেছেন: একাকী বালক বলেছেন: খালি তো দেখি সুড়সুড়ি মার্কা জিনিস দিয়া অ্যাড মাইরা যাইতেছেন।

৩| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৫

আতা2010 বলেছেন: ঐ মেয়েদের গার্জিয়ান তাদের মেয়েকে ভবিষ্যতে কোন মাদ্রাস পাশ করা , মসজিদে ইমামতী করা বা মাদ্রাসায় শিক্ষকতা করা পাত্রের কাছে বিয়ে দিবে ??????

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.