![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা জিয়ার এক প্রবন্ধই সব!!! সরকার, ক্ষমতাসীন দলের সুশাসন(!!!) কিছুই না। খালেদা জিয়া একটি বিদেশী পত্রিকায় ঐ ভাষায় লিখে ঠিক করেছেন কিনা তা নিয়ে তর্ক হতে পারে। ক্ষমতাসীন দল প্রশ্ন তুলতে পারে। সবই মেনে নিলাম। কিন্তু---এক প্রবন্ধের কাছে রাষ্ট্র হার মেনে নিলে চলে না।
সংসদে যখন বলা হয়, খালেদা জিয়ার প্রবন্ধের কারণে জিএসপি বাতিল হয়েছে তখন আর মেনে নেওয়া যায় না। তাহলে সরকার ও সংসদের গুরুত্ব কোথায়? এক প্রবন্ধের এতো জোর যে সরকারও পাত্তা পায় না। তাহলে এই সংসদ আর সরকার নিয়া আমরা কি করিব?
জিএসপি সুবিধা বাতিল হয়েছে। জিএসপি সুবিধা পুনঃ নবায়নে আমাদেরকে যেমন কাজ করতে হবে তেমনি ওঠে পড়ে লেগেছে মার্কিন ব্যবসায়ীরা। http://www.notun-din.com/?p=3712। মার্কিন ব্যবসায়ীরা তাদের স্বার্থেই জিএসপি সুবিধা বহাল রাখতে ওঠে পড়ে লাগবে ঠিক তেমনি ওঠে পড়ে লাগবে আমাদের দেশের ব্যবসায়ীরাও।
কিন্তু খালেদা জিয়ার এক চিঠিকে রাষ্ট্রের সমান শক্তিশালী বানানো ঠিক হচ্ছে না। মীর জাফরও লজ্জা পাবে
২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩৩
পাগলা রাজু বলেছেন: কিন্তু খালেদা জিয়া চাইলেই সব হয়ে যায়না। নিশ্চয়ই সরকারেরও অনেক কিছুই করার ছিল। যা দিয়ে এমনতর দুর্ঘটনা রোধ করা যেতো!!!
২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩৮
ঢাকাবাসী বলেছেন: খালেদার চিঠি পেয়েই আমেরিকা সুরসুর করে জিএসপি বাতিল করে দিল?? যদি খালেদার এতই ক্ষমতা তাহলে তো তাঁর যোগ্যতা দক্ষতা বর্তমান চেয়ারে বসা ব্রুট মেজরিটি পাওয়া সরকারের চাইতে হাজারগুন বেশী!! তাহলে তার হাতে ক্ষমতা দিয়ে এই সরকার কেটে পড়ুক না।
২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭
পাগলা রাজু বলেছেন:
৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৪
একজন ঘূণপোকা বলেছেন: ঢাকাবাসী বলেছেন: খালেদার চিঠি পেয়েই আমেরিকা সুরসুর করে জিএসপি বাতিল করে দিল?? যদি খালেদার এতই ক্ষমতা তাহলে তো তাঁর যোগ্যতা দক্ষতা বর্তমান চেয়ারে বসা ব্রুট মেজরিটি পাওয়া সরকারের চাইতে হাজারগুন বেশী!! তাহলে তার হাতে ক্ষমতা দিয়ে এই সরকার কেটে পড়ুক না।
৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৪
হ্যারিয়ার টু বলেছেন:
বেগম খালেদা জিয়ার ওয়াশিংটন টাইমসে যে আর্টিকেল লিখেছিলেন তাতে সরাসরি জিএসপি সুবিধা প্রত্যাহার করতে বলেন নাই। উনি নানান রকম স্যাংশন আরোপ করে সরকারকে চাপে ফেলতে বলেছেন।
বলেছেন "ওয়েস্টার্ন পাওয়ারস শুড কন্সিডার সেংশন্স...দিস ইজ হাউ দাঁ ইউনাইটেড স্টেইটস ক্যান এনশিওর দ্যাট ইটস মিশন টু ডেমোক্রেটাইজ দাঁ কন্টীনিউস..."।
এ নিয়ে পত্রিকায়, ব্লগে, সামাজিক সাইটে অনেক তর্কাতর্কি হয়েছিল, তখন খালেদা বা বিএনপির কেউ বলেনি যে এটা আমার লেখা না।
কিন্তু আজকে প্যাচে পরে বলছে "এ লেখা আমার না!"
তবে এটা খালেদাজিয়ার নিজের লেখা না অবস্যই (ইংরাজি লিখতে জানলে তো)
লিখছে ইউনুস বা সফিকরেহমান।
৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৮
হাসান কালবৈশাখী বলেছেন: তিনি এতদিন কিছু বলেন নি,
আজকে প্যাচে পরে বলছেন "এ লেখা আমার না!"
৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:৩৭
দুরন্ত-পথিক বলেছেন: এনারা শুধু এই কাজ ই পারেন- সব দোষ অই কেস্টা ব্যাটার।
৭| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৪:১৯
এই আমি সেই আমি বলেছেন: খালেদার কথায় আমেরিকা জি এস পি সুবিধা বাদ দিয়েছে এটা ঠিক নয় বা এটা বলা যাবে না । কিন্তু আমেরিকা এটা বাদ দিয়েছে এবং খালেদা এটাই চেয়েছিলেন , এটা অস্বীকার করার সুযোগ নেই ।
এটা দেশের জন্য অমঙ্গল এবং খালেদা দেশের অমঙ্গল চেয়েছিলেন ।
৮| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৪:৫০
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: তোদের বাপ মুজিব একটা কথা কইছিল " জারজের সাথে খেলতে হলে নিজেকে আরো বড় জারজ বানাতে হয় " তোদের বাপের কথা মত তোদের উত্তর দিই
খা*** পোলা , মাদ**দ বেজন্মা , ভারতের গু চেটে খাওয়া দালাল হাম্বারা সময় থাকতে সোজা হয়ে যা , নইলে রাস্তার উপর ফেলে সাপ পেটানো পিটিয়ে মেরে ফেলা হবে
৯| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৩২
এই আমি সেই আমি বলেছেন: উপরের মন্তব্যের আলোকে বলতে হয় আমরা সামনে ৫ বছরের জন্য আরও বড় জারজের শাসনে যাচ্ছি ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৮
যোগী বলেছেন:
কিন্তু খালেদা জিয়া একজন দেশের বড়দলের প্রধান হয়ে কি ভাবে দেশের এত বড় ক্ষতি চাইলেন?