নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

সাবধান: আসছে ব্যাংক জাতিয়াতির নতুন প্যাকেজ

৩০ শে জুন, ২০১৩ রাত ১:১৮

হলমার্ক ও বেসিক ব্যাংকের জাতিয়াতিই শেষ নয়। সামনে আসছে আরো জালিয়াতির গল্প। আমাদের সকলেরই জানা, সরকারের শেষের দিকে কিছু মানুষ বাড়তি আয়ের জন্য উঠেপড়ে নামে। তাদের উদ্দেশ্য থাকে, সরকারের শেস সময়কে কাজে লাগিয়ে নিজেদের সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নেওয়া।

আওয়ামী লীগের সময় শেষের পথে। অক্টোবরেই ভেঙ্গে দেওয়া হবে সংসদ। এর আগে সংসদে হাজির বিশাল এক বাজেট। অনেকেই যাকে দেখছেন, লুটপাটের বাজেট হিসেবে। তবে যাই হোক না কেন, বাজেটের পরে নানান ফন্দি করে এই সরকারের শেষ সময়ে সরকারি কয়েকটি ব্যাংকে করা হবে অর্থ জালিয়াতি।

বাকিটুকু পড়ুন: http://www.notun-din.com/?p=3732

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৮

নগরবালক বলেছেন: পুরাটা এইখানে লিখতে কি সমস্যা।

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:৫৯

মোহাম্মদ হারুন বলেছেন: সম্ভবত
জালিয়ত হবে
আপনার পোষ্টর শিরোনাম।

৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৮:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
পদ্মা সেতুর কন্সাল্টেন্সির ২% কমিশন ডাকাতি বলা যায় না। ডাকাতির চেষ্টা হয়েছিল বলা যেতে পারে।

আর হাওয়া ভবন প্রোডাক্ট হলমার্ক ও ডেষ্টিনির সবাই চৌদ্দগুষ্টি শিকের ভেতর আটক আছে। তাদের কল-কারখানা, ডেভেলপারদের জমি সহ সমুদয় সম্পত্তি বাযেয়াপ্ত করা আছে।

হলমার্কের দুর্নিতী ডিজিটাল সিস্টেমে অটো বাংলাদেশ ব্যাঙ্কে যাওয়ার ব্যাবস্থা করাতে এই ডাকাতি ধরা সম্ভব হয়েছিল, এর মধ্যে কোন মন্ত্রী জরিত থাকলে আদালতে কেউ না কেউ বলবেই। সরকারি দল এই টাকার ভাগ থাকলে বাংলাদেশ ব্যাঙ্ক কখনোই এটা ফাঁস করে নাফিজ গংদের জেলে ঢুকাতো না।

একই ভাবে ধরা হয় বিসমিল্লা গ্রুপের জালিয়াতি। বেসিকব্যাঙ্কের অনিয়ম।

রেলের টাকাও মারতে পারে নাই, বিজিবির হাতে ধরা পরেছে। নিয়োগ প্রকৃয়া বাতিল হয়েছে।

সুতরাং ডাকাতি বা দুর্নিতি হইছে, এইটা বলা যায় না।

বরং ডাকাতি চেষ্টা হইছে বলা যায়।
কিন্তু সরকারি বিভিন্ন আইনশৃংখলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা এজেন্সি ও মুক্ত গনমাধমের সাহায্যে ডাকাতি চেষ্টা নস্যাৎ করে দেয়া হইছে বলা যেতে পারে।

৪| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:২৭

জাতির চাচা বলেছেন: আওয়ামী দালালগুলার চুলকানী শুরু হয়ে গেলো.।.।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.