![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারদেশ দাবি করেছে- রেশমার উদ্ধার কাহিনীটি ভূয়া। আর আমারদেশের কাধে উঠে মিরর দাবি করেছে রেশমার উদ্ধার ভূয়া!!! তাহলে, হিসাবটা সোজা হয়ে গেল- আমার দেশ ভূয়া হলেই মিরর ভূয়া।
আমার দেশের পুরা প্রতিবেদনে গুরুত্ব দেওয়ার মতো একটি তথ্যই আছে। তা হলো- রেশমার অন্য নাম 'জয়া'। রানা প্লাজা ধ্বসের প্রথম দিনই জয়া নামের একজন উদ্ধার পেয়েছেন। তাহলে, মিরর ও আমারদেশ সিদ্ধান্তে পৌছে গেলো-----রেশমা প্রথমদিনই উদ্ধার পেয়েছে।
কিন্তু গুরুদের গোড়াতেই গলদ। জয়া নামের একজন উদ্ধার পেলেই বলা চলে না রেশ্মা নামের একজন উদ্ধার পেয়েছিল। কেননা---জয়া নামের কতজন শ্রমিক যে রানা প্লাজায় থাকতে পারে তা নিশ্চয়ই আপনারা জানেন!!!! আমারদেশের প্রতিবেদনটির ত্রুটি নিয়ে একটি প্রতিবেদন (http://www.notun-din.com/?p=3581) প্রকাশ পেয়েছিল। যেখানে দেখানো হয়ছে রেশমাকে নাটক হিসেবে দাবি করার মতো যথেষ্ট যুক্তি নেই আমার দেশের প্রতিবেদনে। সেই একই ভূল বজায় রেখে মিররও প্রতিবেদন প্রকাশ করলো
২| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
িটউব লাইট বলেছেন: সবই ভুয়া। শুধু আমি আর মামু ঠিক ।
৩| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
খাটাস বলেছেন: নতুন দিনের প্রতিবেদন টা দেখলাম। ফালতু যুক্তি। রেশমাকে কে কারা কেন- এসব হাবিজাবি প্রশ্ন। তবে অনুসন্ধানি প্রতিবেদন এ হয়ত এসব উত্তর থাকতে হয়। কে ঠিক , কে ভুল তা আল্লাহ জানে। সাধারণ মানুষ হিসেবে বলি, রেশমা উদ্ধারের ঘটনা সাজান নাটক, তা নিয়ে সন্দেহ করার যুক্তি গুলো শক্ত, কিন্তু এই যুক্তি ভুল প্রমানের জন্য স্পষ্ট যুক্তি নেই। তবে সন্দেহের যুক্তি থাকলেই ঘটনা সত্য হবে এমন কথা নেই, আবার প্রতি পক্ষের যুক্তি ভুল প্রমান করতে না পারলে পরাজিত হতে হবে- রাজনিতি তে এমন কথা নেই।
৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মগের মুল্লুক চিনেন?
সারাজীবন গপ্পে পড়ছেন।
এইবারে চক্ষু জুড়াইয়া দেখীযা স্বার্থক হোন।
এই দেশের শেষ ভরসা ছিল সেনাবাহিনী। তারেও এমন কাজে জড়াইলও সরকার, সেনাবাহিনী না পারে গিলতে, না পারে ফেলতে!!!!
সব হুজবের অবসানে প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা হোক।
সংশ্লিষ্ট সকলকে জি্জ্ঞাসাবাদ সহ সকল তথ্যপ্রমানের আলোকে সত্য প্রকাশ করা হোক।
একটা জাতি এভাবে মিথ্যা-সত্যের গোলকধাধায় তাকতে পারেনা। থাকা উচিত নয়।
সেনাবাহিনী এরিয়ে চলছে কেন?
রেশমাকে স্বাভাবিক জীবন যাপন করতে দেয়া হচ্ছেনা কেন?
মিডিয়াকে ডার্ক আউট করে রাখা হচ্ছে কেন?
১১০০ জনের মৃত্যুর কষ্ট, দায় আর সরকারের সীমাহীন ব্যর্থতাকে ঢাকতে এই নাটক হয়ে থাকলে- স্মরণ রাখা উচিত ছিল যখন সত্য প্রকাশ হবে তা আরো কত বেশী ঘৃনার হবে সকলের জন্য।
আর সত্যতো স্বত:প্রকাশীত। এটা হবেই। কারণ মিথ্যার ধ্বংস অনিবার্য।
৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:০৬
শাহ নেওয়াজ বলেছেন: এই দেশের শেষ ভরসা ছিল সেনাবাহিনী। তারেও এমন কাজে জড়াইলও সরকার, সেনাবাহিনী না পারে গিলতে, না পারে ফেলতে!
৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:১০
নিরব বাংলাদেশী বলেছেন: ইয়্যে আওয়ামীলিগ ক্যায়া গিলাতে হ্যায়
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০
পাগলা রাজু বলেছেন: মিররের লেখাটি দেখতে পারেন--http://www.mirror.co.uk/news/world-news/bangladesh-clothes-factory-disaster-miracle-2011161