নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

রাহার পর ‍মিতা নুরের মৃত্যুর , একটি পোস্টমর্টেম

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

মারা গেছেন তারকা অভিনেত্রী মিতা নুর। মিতা নুরের ‘আত্মহত্যা’য় মিডিয়া জগতের সকলের মাঝেই নেমে এসেছে শোকের কালো ছায়া। অভিযোগ উঠেছে, স্বামীর নির্যাতনের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

মিতা নুরের মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় রাহার মৃত্যুর কথা। সুমাইয়া আজগর রাহার মৃত্যুকে অনেকেই দেখেছেন খুন হিসেবে।

সংবাদপত্রে প্রচার হয়েছে, মৃত্যু নিয়ে নানান গল্প। রাহার আত্মহত্যাকে দেখা হয়েছিল, পরকীয়ার জের হিসেবে। অনন্ত জলিলের সাথে পরকীয়ার কারণেই জীবন দিতে হয়েছে রাহার এমনও গুজব ছড়িয়েছে। অনেকেই আবার ‘রাহার আকস্মিক মৃত্যু, যেসকল কারণে মনে করা হচ্ছে হত্যা’ (http://www.notun-din.com/?p=1415) বলেও দাবি করেছেন।

তবে যাই হোক না কেন, তারকাদের একর পর এক আত্মহত্যা প্রমাণ করে আমাদের দেশের তারকাদের পারিবারিক জীবন সুখের না। যার কারণে একের পর এক আমরা হারাচ্ছি আমাদের অভিনয় শিল্পের মেধাবী তারকাদের।

সময়েরর পরিক্রমায় মিতা নুরের মৃত্যুও আমাদের মন থেকে মুছে যাবে। তখন নুতন কোন তারকার মৃত্যুতে আমাদের হ্নদয়ে বেজে উঠবে রাহা, মিতা নুরের মৃত্যুর করুণ বাজনা। কিন্তু কেন আমাদের তারকা এমন সংসার জীবন বেছে নিচ্ছেন, যাতে জীবন দিয়ে তাদেরকে সেই ভুল শুধরাতে হচ্ছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২

রোহান খান বলেছেন: চিন্তার বিষয় ।/.।

২| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

পাগলা রাজু বলেছেন: জ্বি ভাই, বড়ই চিন্তার বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.