![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত কিছু নিয়েইতো গবেষণা হয়। আর গবেষণা করতে গিয়ে গবেষকেরা কত কিছুই না করেন!!! এক গবেষক ব্রা নিয়ে গবেষণা করেছেন ১৫ বছর!!! কেমন কেটেছে তার এই পনের বছর? কিভাবে করলেন এই গবেষণা? নানান প্রশ্ন মনে জাগে। ভাবতে গেলে নানান উত্তেজক চিন্তাও মনে আসে http://www.notun-din.com/?p=3848 ।
যা হোক, এইভাবে পনের বছর কাটিয়ে ঐ ফরাসী গবেষক আবিষ্কার করেছেন, ব্রা স্থাস্থ্যের জন্য ক্ষতিকর। নারীর শরীরে সৌন্দর্য্য ধরে রাখার প্রকৃতি প্রদত্ত পদ্ধতি আছে। তাই, ব্রায়ের ব্যবহার প্রয়োজন নাই।
ফ্রান্সের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ জ্যা ডেলিস রৌলিন বক্ষবন্ধনী বা ব্রা নিয়ে গবেষণা করেছেন পনের বছর। ১৯৯৭ সাল থেকে ৩০০ তরুনী ও কিশোরীর উপর গবেষণা করে তিনি দেখান, ব্রা স্তনের জন্য কোন সুফলতা বয়ে আনেই না বরং ক্ষতি করে।
জ্যা ডেনিস রৌলিনের দাবি, ব্রা ব্যবহার করলে শরীর তার আপন নিয়মে কাজ করতে পারেনা। প্রাকৃতিকভাবেই স্তনে সহায়ক টিস্যু তৈরী হওয়ার কথা। এই সহায়ক টিস্যু স্তনের সৌন্দর্য্য ধরে রাখতে ভূমিকা পালন করে। কিন্তু ব্রা ব্যবহার করলে এই সহায়ক টিস্যু তৈরী হয় না। ফলে, ব্রায়ের ব্যবহার স্তনের সুন্দর গঠন ধরে রাখতে সহায়তা করে না বরং ক্ষতি করে।
২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৫
মামুinসামু বলেছেন: ইউজারগো বুঝান
৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০১
রিওমারে বলেছেন: ডঃ কি লেডিস নাকি?? যদি তাই হয় তাহলে গবেষনাকালীন ১৫ বছর তিনি নিজে কি ব্রা না পরে গবেষনা করেছেন। নাকি পরে করেছেন?? জানতে চাই।।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৪
আর.হক বলেছেন: কারে বুঝামু এই সুফল চিন্তায় আছি
৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৮
*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম একেবারে কাপড় চোপড় না পইড়া থাকলেই শরীরের সব টিস্যু ভালো ভাবে কাজ করতে পারবে। স্বাভাবিক সৌন্ধর্য্যের উন্নয়ন ঘটবে
৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪০
rakibmbstu বলেছেন: হুম! তাইলে কি পরে ঘুরবে? এমনিতেই মোরা যেরুম করি চাইয়া থাহি
৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:১০
এবং ব্রুটাস বলেছেন: দুশ্চিন্তার বিষয় !
কোনদিন দেখা যাবে গবেষণায় বেরুবে আন্ডায়ওয়্যার পুরুষাঙ্গের জন্য ক্ষতিকর !
তাহলেতো ভুল করে কারো প্যান্টের জিপার খোলা থাকলেই সারছে :!>
৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩
মাক্স বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: হুমমম একেবারে কাপড় চোপড় না পইড়া থাকলেই শরীরের সব টিস্যু ভালো ভাবে কাজ করতে পারবে। স্বাভাবিক সৌন্ধর্য্যের উন্নয়ন ঘটবে
৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮
আহলান বলেছেন: উনি ঠিকই বলেছেন, বস্তুত আন্ডাওয়ার বা জাইঙ্গাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর ....খুইল্যা বন মিঞা ....
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: