নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাগেরহাট: বাগেরহাটের পল্লীতে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাগেরহাট মডেল থানা পুলিশ।
সেখান থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, ফেনসিডিল ও গাঁজা। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন-বাড়ির মালিক ও অস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত মিলন শেখ(৩০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে শাহাদাত আলী পঞ্চায়েত(৩২), ও তার দেহরক্ষী হিসেবে পরিচিত মঠবাড়িয়া উপজেলার চিত্রা পাতাকাটা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে অভিযোন চালিয়ে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের মিলন শেখের বাড়িতে এ অস্ত্র কারখানার সন্ধান পায় পুলিশ।
এ সময় কারখানা থেকে উদ্ধার করা হয়- দুটি সক্রিয় এলজি, ২৫ থেকে ৮ ইঞ্চি লম্বা ৪টি জিআই পাইপ, চাপাতি তৈরির স্টিলের ডাইস, ড্রিল মেশিন, হাতুড়ি, স্ত্রু ড্রাইভার, হ্যাক্স ব্লেড, ৩টি রেত, লোহা নরম করার হাপর, কাঠ ছিদ্র করার আগর, ৫৫ বোতল ফেনসিডিল, আধা কেজি গাঁজা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আটক মিলন একজন অস্ত্র তৈরির দক্ষ কারিগর। তিনি ৩ থেকে ৫ হাজার টাকায় প্রতিটি আগ্নেয়াস্ত্র বিক্রি করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
©somewhere in net ltd.