নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বংকিরার মানুষ

আসিফ ইকবাল কাজল

গনমাধ্যমকর্মী

আসিফ ইকবাল কাজল › বিস্তারিত পোস্টঃ

ঝিনাইদহ বারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সংখ্যাগরিষ্ঠা

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠা অর্জন করেছে। দিন ব্যাপী নির্বাচন শেষে বৃহস্পতিবার গভীর রাতে ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মসিউর-আলম পরিষদ সভাপতি ও সম্পাদকসহ ১১টি পদে এবং আওয়ামীলীগ সমর্থিক আকতার-নজরুল পরিষদ তিনটি বিভাগী সম্পাদক ও পাঁচটি সদস্যসহ আটটি পদে জয় লাভ করেন। আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সুত্রে বলা হয়েছে, মোট ২৫৫ জন ভোটারের মধ্যে বৃহস্পতিবার ২৫০ জন ভোট দেন । নির্বাচনে ১৯টি পদে ৩৮ জন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এড এস এম মসিউর রহমান ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের পিপি খান আক্তারুজ্জামান পেয়েছেন ১১২ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের একরামুল হক আলম পেয়েছেন ১২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি আ’লীগের নজরুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট। এ ছাড়া সহ-সম্পাদকের দুইটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আকিদুল ইসলাম ও শফিউল আলম, হিসাব নিরিক্ষক পদে আ’লীগের বিকাশ ঘোষ, সাহিত্য ও গ্রন্থাগার পদে আ’লীগের রাশেদুল আলম, ক্রিড়া সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মোয়াজ্জেম হোসেন এবং ধর্মীয় সম্পাদক পদে আ’লীগের সাইফুল আলম নির্বাচিত হন। সাধারণ সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রবিউল ইসলাম, কাজী আলাউল হক আলো, বিনা খাতুন, এনামুল হক নিলু, আসাদুজ্জামান বাবু এবং একই পদে আ’লীগের টিপু সুলতান, আবেদ আলী জোয়ারদার, মীর সাখাওয়াত, মনিরুজ্জামান লাল ও কামরুল আবেদীন শাহিন নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে এড ঠান্ডু আলী ও সহকারী কমিশনার হিসেবে শামসুন্নাহার এবং সুকুমার বিশ্বাস দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলে। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠা অর্জন করায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.