নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বংকিরার মানুষ

আসিফ ইকবাল কাজল

গনমাধ্যমকর্মী

আসিফ ইকবাল কাজল › বিস্তারিত পোস্টঃ

হরিনাকুন্ডুর কাপড় ব্যবসায়ী নিখিল অপহৃত ১০ লাখ টাকার মুক্তিপন

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রাম থেকে অপহৃত কাপড় ব্যবসায়ী নিখিল হালদারকে পুলিশ দুইদিনেও উদ্ধার করতে পারেনি। বুধবার মধ্যরাতে অস্ত্রধারীরা নিখিলকে অপহরন করে। অতহৃত নিখিলের স্ত্রী অঞ্জলী হালদার জানান, অপহরণের পর থেকেই সন্ত্রাসীরা মোবাইলে মামলা বা পুলিশকে জানাতে বারণ করেছে। তারা ১০ লাখ টাকা পেলে নিখিলকে মুক্তি দেবে বলে জানায়। হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, হিঙ্গেরপাড়া গ্রামের নিরাপদ হালদারের ছেলে পুরাতন কাপড় ব্যাবসায়ী নিখিলকে অপহরণের কথা পুলিশকে কেও জানায় নি। তিনি আরো জানান, এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিখিলের বাড়িতে যায়। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে তারা কোন রকম তথ্য দিতে চাচ্ছে না। অপহৃত নিখিলকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী চালাচ্ছে বলে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান। পুলিশের একটি সুত্র জানায়, হিঙ্গেরপাড়া, বরশিখালী ও চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা এলাকার সন্ত্রাসীরা নিখিলকে অপহরন করতে পারে। এ ব্যাপারে হরিনাকুন্ডু থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.