নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু যন্ত্রনায় বিছানায় ছটফট করছেন আমার আব্বা। কথা হলো কেমন আছেন। কি রকম একটা শব্দ করে বললো আমি ভাল আছি। তবে তুমি এই খারাপ আবহাওয়ার মধ্যে এসো না। মৃত্যু যন্ত্রনার সময়ও সন্তানের মঙ্গল কামনায় পিতার এই আকুতি ভোলার নয়। এ সময় আমি আমার আব্বার মৃত্যুর কষ্ট কিছুটা অনুভব করলাম। গা ঘেমে গেল আমার। ঝিনাইদহ থেকে ছোট ভাই টুটুল ও মাসুমকে নিয়ে নুতন ডিসি কোর্টের সামনে পেৌছানোর পর বাড়ি থেকে খবর এলো বাজান আর নেই। সালটা ছিল ২০১১ সালের ১৫ জুন। সামনে তো সেই দিন। তাই মিনিট আর সেকেন্ডের কাটা যত সরছে কষ্টটা ততই বাড়ছে। আল্লাহপাক জান্নাতবাসি করুন আমার বাজানকে।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১০
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।