নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বংকিরার মানুষ

আসিফ ইকবাল কাজল

গনমাধ্যমকর্মী

আসিফ ইকবাল কাজল › বিস্তারিত পোস্টঃ

আহ! কি দারুন সময় কাটছে ওদের

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০২

[/sb সময়টা ওদের এখন দারুন কাটছে। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ। পড়ালেখার চাপ কম। তাই বলে অলস সময় পার ? না, বন্ধুরা মিলে দারুন ইভেন্ট ঠিক করে নিয়েছে ওরা। মাঠে ঘাটে এখন থৈ থৈ পানি। গেড়ে গর্তে প্রচুর মাছ। চ্যাং, টাকি, পুটি, কৈ মাছ কিলবিল করছে। বরশি দিয়ে তাই মাছ ধরে সময় পার করছে ঝিনাইদহ সদরের পশ্চিমের গ্রাম বংকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। ছবিটি ওই গ্রামের হাওনঘাটার বিল থেকে তোলা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২০

শায়মা বলেছেন: আহা কি আনন্দের! অনলাইন ক্লাসের ঝক্কি নেই। আমার তো অনলাইন ক্লাস নিতে নিতে নিতে নিতে শেষ অবস্থা......

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৩

আসিফ ইকবাল কাজল বলেছেন: গ্রামের স্কুলে তো অনলাইনে ক্লাস হয় না। এতই নেট দুর্বল যে চাকা ঘুরতে ঘুরতে টাইম ওভার। হা হা হা

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বরশি দিয়ে মাছ ধরা যদিও খুব আনন্দের ব্যাপার তবে এক্ষেত্রে আমার ভয়াবহ অভিজ্ঞতা আছে।একবার পুঁটি মাছ ধরতে গিয়ে মাছের সাথে একটা সাপ উঠে এসেছিলো।এরপর থেকে আমি আর বরশি দিয়ে মাছ ধরিনি।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

আসিফ ইকবাল কাজল বলেছেন: মোঃ মোস্তাফিজুর রহমান তমাল ভাই আপনার এমন ভয়াবহ অভিজ্ঞতা আমারও ছিল। একবার পায়ে বরশি বিধেঁ কি যে কান্ড ঘটেছিল

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩০

আসিফ ইকবাল কাজল বলেছেন: Click This Link

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১০

রাজীব নুর বলেছেন: এভাবে আমার মাছ ধরতে ইচ্ছা করে।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বড়শি দিয়ে মাছ ধরার মধ্যে একটা উত্তেজনা আছে। সত্যিই চমৎকার একটা দৃশ্য। আপনি যখন কমেন্টের জবাব দেবেন তখন কমেন্ট বরাবর ডান পাশের তীরে ক্লিক করবেন। নীচে একটা বাক্স আসবে। সেখানে লিখবেন। নয়ত আপনার প্রতি মন্তব্যের বার্তা মন্তব্যকারীর কাছে যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.