নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ছোট্ট বেলার কথা। বাবার সাথে বাইসাইকেলে চড়ে যেতাম দশমাইল (বদরগঞ্জ) ইক্ষু ক্রয় কেন্দ্রে। সেখানে যাওয়ার পর পরম মমতায় বুকে টেনে নিয়ে খাবার খাওয়াতেন যিনি তিনি হচ্ছেন রাহেলা বু। প্রায় চল্লিশ বছর আগের সেই স্মৃতি মনে পড়ে গেল, যখন আমি আখ ক্রয় কেন্দ্রে কিছু সময়ের জন্য বিশ্রাম নিচ্ছিলাম। আখ সেন্টারের সেই জৌলুশ খসে পড়েছে। ভবনের অবকাঠামো ঠিকঠাক আছে। কেবল প্রিয় মানুষগুলো নেই। নেই আমার রাহেলা বু। আমার আব্বা মরহুম আইয়ূব হোসেন বিশ্বাস দর্শনা সুগার মিলে চাকরী করতেন। সেই সুবাদে বাবার বাইসাইকেলে চেপে নিয়মিত যাওয়া পড়তো দশমাইল আখ সেন্টারে। রাহেলা বু আব্বাদের মেসে রান্না করতেন। হাতের রান্নাও ছিল মজাদার। মাতৃস্নেহে যখন কোলে তুলে নিয়ে রাহেলা বু খেতে বসাতেন, তখন মনে হতো আমার মরহুম মায়ের কথা। মাকে হারিয়েছি সেই ছোটকালে। তখন আমি ক্লাস ফোরের ছাত্র। দশমাইল আখ সেন্টারের আশপাশেই হয়তো রাহেলা বু’র বাড়ি। কোথায় আছে কেমন আছে বড্ড জানতে ইচ্ছা করছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৮
আসিফ ইকবাল কাজল বলেছেন: ভরসা পেলাম। সেই চেষ্টা করবো
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষের মন একসময় পিছন ফিরে দেখতে চায়,
সেখানে মধুর স্মৃতি থাকলে তো কথাই নাই ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৯
আসিফ ইকবাল কাজল বলেছেন: ঠিক বলেছেন
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০০
রাজীব নুর বলেছেন: রাহেলা বু সম্ভবত বেঁচে নেই।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০০
আসিফ ইকবাল কাজল বলেছেন: হতেও পারে। তবে আমি খোঁজ করে দেখবো
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১২
নজসু বলেছেন:
আমি চিনিকল এলাকার মানুষ।
আপনার মায়ের ছায়া আরেকজন মমতাময়ী নারীর নারীর মাঝে খুঁজে পেছেয়েন।
এতেই বোঝা যায় আপনি খুব স্নেহের কাঙাল।
শ্রদ্ধেয় চাঁদগাজীর সাথে আমি একমত।
আপনার উচিত রাহেলা বুকে খুঁজে দেখা; হয়তো, সাহায্যও করতে পারবেন!
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০০
আসিফ ইকবাল কাজল বলেছেন: আপনাকে ধন্যবাদ
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: হারিয়ে যাওয়া রাহেলা বু'কে খুঁজে পেলে জানিয়েন আমাদের।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮
আসিফ ইকবাল কাজল বলেছেন: জানাবো। পাশে থাকার জন্য ধন্যবাদ
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হতেও পারে। তবে আমি খোঁজ করে দেখবো
খোজ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮
আসিফ ইকবাল কাজল বলেছেন: অবশ্যই জানাবো রাজীব ভাই
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আশাকরি তিনি বেঁচে থাকলে তাকে খুঁজে পাবেন।আপনার জন্য শুভকামনা রইলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯
আসিফ ইকবাল কাজল বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আশাকরি তিনি বেঁচে থাকলে তাকে খুঁজে পাবেন।আপনার জন্য শুভকামনা রইলো।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২০
নেওয়াজ আলি বলেছেন: খোজ নেওয়া দরকার আর সব আপনার চেনা তাই খোজ নেওয়া কষ্টকর নয়
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫০
আসিফ ইকবাল কাজল বলেছেন: অবশ্যই নেব
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
মনিরা সুলতানা বলেছেন: আশা করছি আপনি আপনার রাহেলা বু কে খুঁজে পাবেন।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৮
তারেক ফাহিম বলেছেন: স্থানটা একই থাকে, কাল আর পাত্রের অনুপস্থিতে স্মৃতিটা শুধুই দীর্ঘশ্বাস।
রাহেলাবুকে ফিরে পান, সে কামনা করি।
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি কাজের সুবাদে কয়েকটা সুগার মিলে গিয়েছি, থেকেছি ১৯৯০ এর দশকে ( রাজশাহি সুগার মিল, মোবারকগঞ্জ সুগার মিল, কালিয়াচাপরা সুগার মিল )। সুগার মিলের সামাজিক পরিবেশ খুব চমৎকার। সবাই সবার আপনজন। আপনার রাহেলা বু কে খুজলে হয়ত পেয়ে যাবেন।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫০
খায়রুল আহসান বলেছেন: ক্লাস ফোরে মাকে হারানো সেই শিশুটি অতি স্বাভাবিক কারণেই মাতৃস্নেহের কাঙাল, তা পোস্ট পড়ে বোঝা যাচ্ছে। আজ ঘন্টা তিনেক আগে দেওয়া আপনের পোস্টের শিরোনাম দেখে আরও বুঝতে পারছি যে আপনি আপনার সেই মাতৃস্থানীয়া রাহেলা বু'কে খুঁজে পেয়েছেন। কিন্তু সেই পোস্ট পড়ার আগে আমি এই পোস্ট পড়ে গেলাম, ঘটনার পারম্পরিকতা স্মরণে রাখার জন্য।
পাঠকের মন্তব্যের উত্তরে আপনি কথা দিয়েছিলেন যে আপনি রাহেলা বু'র খোঁজ করে দেখবেন, এবং খোঁজ পেলে তা পাঠকদেরকে জানাবেন। আপনি আপনার কথা রাখতে পেরেছেন, এজন্য আন্তরিক অভিনন্দন!
পোস্টে পঞ্চম ভাল লাগা + +।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২
খায়রুল আহসান বলেছেন: ছবির ঘর দুটো কি আপনার আব্বার কলীগদের সেই মেস? নাকি অন্যকিছু?
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার উচিত খুঁজে দেখা; হয়তো, সাহায্যও করতে পারবেন!