নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বংকিরার মানুষ

আসিফ ইকবাল কাজল

গনমাধ্যমকর্মী

আসিফ ইকবাল কাজল › বিস্তারিত পোস্টঃ

একটি স্মরণীয় ছবি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৮

এই মুহুর্তে সালটি আমার খেয়াল নেই, তবে ২০০০ সালের দিকে হবে হয়তো। চরমপন্থিরা দলে দলে আত্মসমর্পন করছে ঝিনাইদহে। জরুরী প্রয়োজনে গ্রামের বাড়িতে ছিলাম। ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি আব্দুল গফ্ফার বিশ্বাস খবর পাঠালেন দ্রুত আসতে হবে। ঝিনাইদহ পুলিশ লাইনস-এ যশোরর হাসান স্টেনগান দিয়ে আত্মসমর্পন করবেন। চলে আসলাম শহরে। তখন এতো আধুনিক ক্যামেরা সুবিধা ছিল না ( এই ছবিটি অনলাইনে এডিট করে রঙ্গিন বানানো)। যাই হোক ২০০০ সালে চরমপন্থি আত্মসমর্পন প্রক্রিয়ার সমন্বয়কারী মীর ইলিয়াস হোসেন দিলিপকে নিয়ে রিপোর্ট করার করণে তিনি আমার প্রতি নাখোশ হয়ে মৃত্যুদন্ড ঘোষনা করেন। ভয়ে ভয়ে দায়িত্ব পালন করতে হতো। আমার একটি YASHICA MF-2 ক্যামেরা ছিল। আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের তৎকালীন ডিআইজি লুৎফুল খবির (ঢাকায় ছুরিকাঘাতে খুন)। আর ছিলেন চরমপন্থি আত্মসমর্পন প্রক্রিয়ার সমন্বয়কারী মীর ইলিয়াস হোসেন দিলিপ ( তিনিও পরে নিহত হন) সহ পদস্থ পুলিশ কর্মকর্তারা। ছবিটি স্মরণীয় হবার কারণে এর আগেও আমি ফেসবুকে পোষ্ট করেছি। যাই হোক ছবি তুলে ওয়াশ করে ফ্যাক্সের মাধ্যেমে পত্রিকায় পাঠালাম। অনেক গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলো। এখন এই ছবির বেশির ভাগ মানুষ বেঁচে নেই। যশোরের হাসানকে ক্রসফায়ারে হত্যা করা হয়। চরমপন্থি আত্মসমর্পন প্রক্রিয়ার সমন্বয়কারী মীর ইলিয়াস হোসেন দিলিপ ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে সঙ্গীসহ মারা যান। স্মৃতির এ্যালবাম থেকে ছবিটি সবাইকে দেখার জন্য শেয়ার করলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.