![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলতে চাই ,লিখতে চাই ,সঠিক পথে চলতে চাই।
পত্র পত্রিকায় বাংলাদেশের নামের পাশে ভারত যুক্ত দেখলেই মনে করতে হয় আবার কিছু হয়েছে। এ টু জেড ইংরেজি অক্ষরের শুরু থেকে শেষ ,আর গুলি থেকে লাশ বাংলাদেশ -ভারতের সম্পর্কের শুরু থেকে শেষ। গুলি থেকে লাশের মধ্য খানে রয়েছে শুষণ ,কুটনৈতিক শত্রুতা ,বাংলাদেশের জাতীয় বিষয়ে ভারতের নগ্ন হস্থক্ষেপ , ট্রানজিট নামের মিছে ভালোবাসা প্রধান করা হচ্ছে ভারতকে, রয়েছে পানি না দেওয়ার শত্রুতা।
বাংলাদেশ নাম ভারতের কাছে একটা মহা শত্রু হিসেবে পরিচিত বলে মনে হচ্ছে ভারতের কর্মকান্ডে। ইংরেজি অক্ষরের এ টু জেডের ন্যায় ভারত বাংলাদেশকে পেছনের রাখার অপকৌশলের পন্থা হিসেবে কুটনৈতিক তত্পরতা চালায়। সীমান্ত থেকে শুরু করে ক্রিকেট মাঠ শুধু নয় দেশের ভেতর ঢুকে নগ্ন হস্থক্ষেপ করে যাচ্ছে ভারত। সীমান্তে পাখির মত খুন করা শত্রুতার প্রথম প্রমান। বিশ্বের এমন কোনো দেশ আজ পর্যন্ত বলে নাই তাদের সীমান্তে এরকম খুন হয়েছে ।কিন্তু আমাদের দেহ্সের সীমান্তে খুন হচ্ছে হরহামেসা।
আজ রোববার যশোরের মানবাধিকার সংগঠন রাইটস এক সাংবাদিক সম্মেলনে বলেছে শুধু দক্ষিণ-পশ্চিম সীমান্তে চলতি বছরের প্রথম তিন মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১০ জন বাংলাদেশী নিহত হয়েছেন
আরো সগঠনটি আরো বলেছে বিএসএফ ১৩ জন বাংলাদেশীকে অপহরণ ও সাতজনকে নির্যাতন করে। সংগঠনটির নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক বক্তব্যের মাধ্যমে এই তত্ত্ব উপস্থাপন করেন।
ফারাক্কা মুখে বাধ এবং টিপাই মুখে বাধের কাজের মাধ্যমে ভারত তাদের শত্রুতার চূড়ান্ত রূপ দেখাতে সক্ষম হয়েছে।
ক্রিকেট মাঠে আম্প্যার কে অর্থের মাধ্যমে ক্রয় করে আইসিসিকে কুটনৈতিক ভাবে বেহাল করে বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশের স্বপ্নকে গুলি করে হত্যা করেছে ততাকথিত বন্ধু দেশ ভারত।
প্রবাসে ভারত তাদের ফায়দা হাসিলের জন্য প্রতিনিহত বাংলাদেশীদের বিরুদ্ধে কুটনৈতিক অত্যাচার করে যাচ্ছে। সুযোগ পেলেই বাংলাদেশী প্রবাসীদের বিরুদ্ধে তাদের মানুষ দ্বারা পরিচালিত গণমাধ্যমের মাধ্যমে অপপ্রচার চালায়। বিদেশী রাষ্টগুলোর কাছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে নির্লজ্জের মত।
বাংলাদেশের জাতীয় বিষয়ের প্রতিও নগ্ন হস্থক্ষেপ করে যাচ্ছে ভারত। বিশ্ব দেখেছে কি ভাবে একটি পাতানো নির্বাচনের পক্ষে সরাসরি অবস্থানের মাধ্যমে ভারত তাদের প্রিয় দলকে ভোট বিহীন বিজয়ে সহায়তা করেছে। বাংলাদেশের গণমাধ্যমে দেখা গেছে নির্বাচন নামের খেলার পূর্বে এবং পরে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রশাসনের সাথে ভারতীয় নাগরিক দ্বারা হত্যা ,নির্যাতন,ধ্বংশ লীলার তান্ডব পরিচালিত হতে ।
মুসলিম রাষ্ট বাংলাদেশে গরু খাওয়া নিয়ে কথা বলে আন্তর্জাতিক আইন লঙ্গন করা শুরু করে দিয়েছে ভারতের বেহায়া মন্ত্রীরা ।
সময় এসেছে ভারতের বিরুদ্ধে চিনের মত হুঙ্কার দেওয়ার। চীন যখনই এক হুঙ্কার দেয় ভারত মাঠির নিচে গিয়ে মাথা লুকায়। ভারতকে প্রতিহত করার জন্য প্রয়োজনে চিনের সাথে ঐক্য গড়তে হবে।
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০১
প্রবাসী আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
অসম্ভব ভাবনা চিন্তার ফসল!