নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী আব্দুল্লাহ শাহীন

আমি বলতে চাই ,লিখতে চাই সঠিক পথে চলতে চাই ।

প্রবাসী আব্দুল্লাহ

আমি বলতে চাই ,লিখতে চাই ,সঠিক পথে চলতে চাই।

প্রবাসী আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ফাজলামির ও একটা সীমা থাকা চাই X((

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০৫


সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আনিসের ভোটের ঝাড়ু
বাংলাদেশে ভোটের রাজনীতি মূল রাজনীতি থেকে অনেক গুন এগিয়ে। ভোটের জন্য মিছিল , ভোটের জন্য ভাষণ ,ভোটের জন্য হাসি ,ভোটের জন্য কান্না ,ভোটের জন্য থামাসা সব করতে পারেন ভোটের রাজনৈতিক ব্যক্তিরা। জাতীয় কিংবা স্থানীয় এমনকি সমিতি ,বাজার কমিটি ,স্কুল কমিটি যে কোনো পর্যায়ের নির্বাচন আসুক না কেন তখন আমরা দেখতে পাই ভোটের রাজনীতির আসল রূপ।

সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মাহির ভোটের ঝাড়ু
আসন্ন তিন সিটি নির্বাহনকে সামনে রেখে যা করতেছেন প্রার্থীরা তা নিতান্তই হাস্যকর। যে মানুষ গাড়ির কালো গ্লাস কখন নিচে করে নাই সেই মানুষ ভোটের জন্য হেটে চলে। যে মনুষ গাড়ির গ্লাস দিয়ে মুখ বের করে রাজপথে থুথু ফেলে নাই মুখের মধ্যে ধুলা বালি লেগে যাবে বলে সে শুধু মাত্র ভোটের জন্য ঝাড়ু কোদাল কাস্তে হাতে নিয়ে রোড পরিষ্কার করতে নেমেছে।
এই যে একটা ফাজলামি করা হচ্ছে দিনমজুর শ্রমিকের শ্রমের সাথে তা মূলত মারাত্মক মানবতা বিরুধী অপরাধ। ফতশেসনের জন্য ঝাড়ু হাতে নিতে পারলেও মানবতার জন্য একটিবার ও ময়লা আবর্জনায় পা রাখা যাবে না সেটা আমরা ভালো করেই জানি। গরিবের সাথে থামাসা করা যায় ভোটের আশায় কিন্তু ভোট পেতে হলে চাই জনগনের মনের ইচ্ছে।
ভোটের জন্য রাজনীতি বন্ধ করতে হবে মানুষের জন্য রাজনীতি করতে হবে। শুধু নির্বাচন আসলে নয় সব সময় জনসাধারণের পাশে থাকতে হবে তখন দেহস প্রেমিক রাজনীতিবিদ বলা যাবে। আমরা এখন যাদের এই ফাজলামি করতে দেখতেছি তাদের কে কখনো দেশের জন্য জনগনের জন্য রাজনীতি করতে দেখি নাই। তাই সরাসরি একটা কথা বলা ভালো ভোট চুরি না করলে এইসব ফাজলামির জবাব সিটির জনগণ দেবেই দেবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:


ঝাড়ুপেটা করার দরকার মাফিয়া, ডাকাত প্রাথীদের।

২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৭

নীল জানালা বলেছেন: যা দেখাইলো শালার পুতাইনে.......

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৮

বটপাকুড় বলেছেন: একবার খালি ক্ষমতায় যাক, দেখেন আপনি ময়লার পাহাড়ে ডুবে থাকলে আপনারে বাঁচাতে আসে কি না এনাদের কেউ। জিজ্ঞেস করেন তো নির্বাচনে হারলে কেউ আপনার বাসার সামনে রেগুলার ময়লা পরিষ্কার করবেন কি না? মাহি কিংবা আনিসুলকে তখন হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আনিসুল হক কে ভাল ভাবছিলাম, কিন্তু ক্ষমতায় যাওয়ায় জন্য আওয়ামী লীগের সাথে হাত মেলালো। তাবিথকে কেউ না চিনলেও এখন সবাই ওরে ভোট দিবে :)

৪| ২০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৪:১৩

গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: আনিসুল হকের তো ২৬ টা প্রতিষ্ঠান, তাও যে উনি বড়ই গরিব, এখন তার দরকার রাষ্ট্রীয় ক্ষমতা। এরা হচ্ছে গল্পের বর্ণিত সেই চোষক, জনগণের অর্থ চুষে ছিবড়ে খাবে। আর আমরা আমজনতা মহানন্দে এদের ভোট দিয়ে যাব।

৫| ২০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩২

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: ভোটের রাজনীতি

৬| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৮

তোমোদাচি বলেছেন: ফাজলামীর একটা সীমা থাকা উচিত - কথা সত্য; তবে আমাদের দেশের বোকা জনগন এসব নাটক আবার খুব পছন্দ করে!

রাজনীতিবিদ হতে সবচেয়ে বড় গুন মনে হয় নির্লজ্জ হতে হয়!

৭| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৮

ঢাকাবাসী বলেছেন: এদেশের রাজনীতিবিদদের অবশ্যই হারামী, মিথ্যা বলায় পটু, ভাল অভিনেতা, নির্লজ্জ, চক্ষুলজ্জাহীন, অকৃতজ্ঞ কৃতঘ্ন হতে হবে।

৮| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৪

মাঘের নীল আকাশ বলেছেন: আওয়ামী-বিএনপি সবই ভিতরে ভিতরে ভায়রা ভাই...ভোট যারেই দেন পু@মারা খাইতেই হবে...

৯| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: ভোটাররা হাঁদারাম বা জোকার জাতীয় প্রার্থীদেরকে খুব পছন্দ করে। আনিসুল হক বা মাহী হোল প্রথম শ্রেণীর জোকার।

বিজিএমইএ বা এফবিসিসিআই সভাপতি থাকাকালে আনিসুল হকের অনেক রকম ভাঁড়ামি আমরা দেখেছি। স্বাভাব কি আর যায় সহজে?

১০| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

মোবারক বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর লেখার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.