নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

কেমন আছো চারু

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩২





কেমন আছো চারু?
তুমি কি এখনো ছাদের কার্নিশে দাঁড়িয়ে
চুল ঝাড়ো?
এখনো কি, তোমার ঘন চুলে অশান্ত যমুনার ঢেউ ওঠে,
এখনো কি, তোমার চোখে বৃষ্টির কণাগুলো
পড়তে পড়তে হারিয়ে যায়?

চারু জানো,
আজও হাঁসফাঁস লাগে শহরের গুমোট বাসে,
ভিড়ের ভেতর দাঁড়িয়ে থাকি,
অচেনা কারো কাঁধে ঘাম ঝরে পড়ে,
হঠাৎ কারও ঠোঁটে তোমার মতো ভাঙাচোরা হাসি ফুটলে
বুকের ভেতর মুচড়ে ওঠে এক গোপন যন্ত্রণা,
মনে হয় ঠিক যেন পাশের সিটেই বসে আছো,
হাত বাড়ালেই ছুঁতে পারি,
অথচ আঙুলের ফাঁক দিয়ে ফসকে যায় আলো।

চারু, তুমি কি জানো,
আমি প্রতিদিন শহরের এই ভিড়ে
তোমার ছায়ার খোঁজ করি,
কখনো শাড়ির আঁচলে,
কখনো কানের দুলের ঝিকিমিকিতে।
মুখ গুলিয়ে যায়, নাম হারিয়ে যায়,
তবু সেই একই হাসি বারবার ফিরে আসে
আমার বুকের ভেতর অকারণ অস্থিরতার ঢেউ তুলে।

চারু, এই শহর যতই কঠিন হোক,
বাসের জানলা ভেদ করে মিলিয়ে যাওয়া আলো আমাকে বলে,
তুমি আছো,
কোন অজানা ভিড়ের মাঝে,
লুকিয়ে রেখেছো তোমার পায়ের চিহ্ন।

চারু,
তুমি কি এখনো রাতের নিস্তব্ধতায়
নিজের বুকের ভিতর ছোট ছোট চিৎকার শুনো?
তুমি কি এখনো
খড়ের ছাউনি ঢাকা শৈশবের উঠোন খুঁজো
আধুনিক শহরের কংক্রিটের ভিড়ে?
আমি খুজি,
যেথায় আলতা পায়ে পুর উঠন জুড়ে
খোলা চুলে তোমার ছুট ছুটি।

চারু,
আমি তোমাকে ডাকছি না,
শুধু প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি হাওয়ায়,
নদী কুলে, বটের তলে, জংগলে,
যেন একদিন হাওয়ার ভেতর
তুমি উত্তর দেবে,
আমি আছি, তোমারি আছি।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৪

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: চারু এত জীবন্ত! অথচ চারু জানেনা।

আবনী বাড়ি আছো? এই লাইনটি মনে পড়ল।

পোড়া প্রেমিকদের এই কবিতাটি ভালো লাগবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.