নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী আব্দুল্লাহ শাহীন

আমি বলতে চাই ,লিখতে চাই সঠিক পথে চলতে চাই ।

প্রবাসী আব্দুল্লাহ

আমি বলতে চাই ,লিখতে চাই ,সঠিক পথে চলতে চাই।

প্রবাসী আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আর কত নির্লজ্জতার দৃষ্টান্ত দেখতে হবে ?

২৪ শে জুন, ২০১৫ রাত ৮:২৪



ক্রিকেটারদের উত্ত্যক্তকারী পতিতা নারী হ্যাপিকে গ্রেপ্তার করা হোক। মোস্তাফিজকে নানান কথার চলে ফেসবুকের মাধ্যমে উত্ত্যক্ত করতেছে। এই সেই চিত্রনাইকা হ্যাপী যে আরেক ক্রিকেটার রুবেলার সাথে দেহবিনিময় করেছিল। লজ্জার বিষয় রুবেল ও জাতীয় দলে ক্রিকেট খেলতেছে হ্যাপীও মাঠে খেলা দেখতে আসে কেউ বাধা দেয় না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে পতিতারা প্রকাশ্যে চলাফেরা করে শুধু তাই নয় উন্নত পরিবেশে সম্মানের সাথে চলাফেরা করে ।
রুবেল যদি অপরাধী না হয় তাহলে হ্যাপিকে কেন গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হচ্ছে না ? আর রুবেল যদি অপরাধী হয় তাহলে কেন জাতীয় দলে ক্রিকেট খেলার সুযোগ করে দিয়ে বদমাশির সাথে জাতিকে সম্পৃক্ত করা হচ্ছে ? গত দুইদিন পূর্বে দেখলাম একটি বেয়াদবের মালিকানাদিন টেলিভিশন খেলা দেখতে আসা হ্যাপির ইন্টারভিউ নিচ্ছে ।
রুবেল যদি ধর্ষনকারী হয় তাহলে ক্রিকেট খেলা থেকে বিরতি শুধু নয় গ্রেপ্তার করা হোক। হ্যাপী নিজের মুখে শিকার করেছে তার দেহ রুবেলকে অবৈধ ভাবে বিলিয়ে দিয়েছে , তাহলে কেন এই পতিতাকে টেলিভিশনের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জাতিকে নির্লজ্জ করা হচ্ছে ? এখন আবার হ্যাপী ফেসবুকে গত দুই দিনের সেরা খেলোয়ার মুস্তাফিজকে নিয়ে উল্টা পাল্টা স্ট্যাটাস দিচ্ছে।
এই নির্লজ্জ পরিবেশ থেকে আমরা মুক্তি চাই। একটি সুন্দর শালীন পরিবেশ চাই। যে জাতির সংস্কৃতি যত খারাপ সেই জাতির চরিত্র তত খারাপ। চরিত্রহীন জাতি হিসেবে যারা আমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই তাদের গালে জোতা নিক্ষেপ করে বলতে চাই আমরা আমাদের শালীন সংস্কৃতি রক্ষার জন্য প্রয়োজনে অশালীন পরিবেশবাদীদের সাথে সকল রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে নতুন একটি সমাজ তৈরতে কাজ করে যাব।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ রাত ৯:১৬

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: মি. প্রবাসী আব্দুল্লাহ , আপনার কথায় হাসব না কাঁদব , বুঝতেছি না ভাই। হ্যাপি যে পতিতা তা আপনি কি করে জানলেন ? ফেইসবুকে নানান মানুষ নানান রকম কথা বলে , কেউ তার নিজস্য পছন্দ , অপছন্দ ফেইসবুকে শেয়ার করতেই পারে। তাই বলে তাকে উত্তক্তকারী বলিয়া সম্বোধন করাটা আমার ছোট মাথায় কেন জানি ঢুকিতেছে না , ভাই।

আর দ্বিতীয় পয়েন্ট , অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার ই নারী অথবা বান্ধুবী জাতীয় বেপারে তাদের লাইফ এ জড়িত । এরমধ্যে আমাদের দেশে আসা বিরাট কহলি তার সাথে ভারতীয় এক নায়িকার প্রেমের সম্পর্কে অনেক কিছুই শোনা গেছে। কিন্তু তাদের বেপারে তাদের মিডিয়া অথবা ভারতীয় ফ্যান রা তেমন কিছুই খুব একটা ফলাও করে প্রচার করেনি , যতটা আমাদের মিডিয়া এবং আপনার মত কিছু মানুষজন করছে। তাই , আপনাদের মত মানুষজনের কাছে আমাদের একটাই অনুরোধ , এটা ক্রিকেটার দের পার্সোনাল বেপার , সেটা নিয়ে আমরা নাক না গলাই। আর হ্যাপি যা করছে , তা সব মানুষই বোঝে তার কি উদ্দেস্স্য এসব করার পিছনে।

২৪ শে জুন, ২০১৫ রাত ৯:৪৩

প্রবাসী আব্দুল্লাহ বলেছেন: .সে তার মুখেই বলেছে দেহ বিলিয়ে দেওয়ার কথা
জাতীয় সংস্কৃতি জড়িত আছে এসবের সাথে। নির্লজ্জ সংস্কৃতি আমার অন্তত নয় সে জন্য লিখেছি ,,ধন্যবাদ আপনাকে

২| ২৪ শে জুন, ২০১৫ রাত ৯:৪৭

ভয়ংকর বিশু বলেছেন: যে সমাজ প্রভা আর হ্যাপিকে আশ্রয় দেয় সে সমাজে আমি অসামাজিক।

২৪ শে জুন, ২০১৫ রাত ১০:০০

প্রবাসী আব্দুল্লাহ বলেছেন: যে সমাজ পতিতা সৃষ্ঠি করে সেই সমাজে আসলেই আমরা অসামাজিক

৩| ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:০৪

আমারনামবিডি বলেছেন: আগে মিডিয়া সানি লিওনকে নিয়ে নিউজ দিতো আর এখন আরেকজন পেয়েছে, হ্যাপি নাম তার !!! একে দিয়েই এখন ভালো বিজনেস করছে মিডিয়াগুলা। এই সব হ্যাপির মতো মেয়েদের কারণেই দেশের সমাজ নষ্ট হয়।

২৪ শে জুন, ২০১৫ রাত ১০:০৯

প্রবাসী আব্দুল্লাহ বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ একমত ,ধন্যবাদ

৪| ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: নানান উদ্ভট কথাবার্তা তো বলবেই । স্বাধীন দেশ বলে কথা! অবশ্য রুবেলের জায়গায় অন্য কেউ হলে হয়ত ছয় মাসের জেল হয়ে যেত । সরকার আবার প্রতিভার কদর করতে জানে তো, এ জন্য রুবেলের কিছু হচ্ছেনা ।

৫| ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:২৯

ভয়ংকর বিশু বলেছেন: এই হ্যাপি কুকাম করে হিজাব পরে মিডিয়ার সামনে আসছিলো। শালীর ভন্ড।

৬| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:২৪

নীলতিমি বলেছেন: She is a SLUT

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.