নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী আব্দুল্লাহ শাহীন

আমি বলতে চাই ,লিখতে চাই সঠিক পথে চলতে চাই ।

প্রবাসী আব্দুল্লাহ

আমি বলতে চাই ,লিখতে চাই ,সঠিক পথে চলতে চাই।

প্রবাসী আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

X(( এ কেমন সংস্কৃতি ? X((

২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫০


আমার নিজের লিখা সংস্কৃতি নিয়ে একটি ডায়েরি থেকে প্রথমেই শুরু করতেছি "সংস্কৃতির রূপ হলো শিল্প, সাহিত্য, পরিবেশ, আচার-আচরণ, চলন-ফিরন, খাওয়া-দাওয়া ইত্যাদি। সেই কারণে জীবনে চলার পথে একজন মানুষ তার জীবন কালের সময়কে যে প্রথায় পরিচালনা করে সেই প্রথাই হলো সেই মানুষের সংস্কৃতি। সমাজ বা দেশের সংস্কৃতি হলো সম্মিলিত। প্রত্যেক ব্যক্তি, গোষ্ঠী বা দেশের আলাদা সংস্কৃতি রয়েছে। আমার মাতৃভূমি বাংলাদেশেরও রয়েছে একটি বিশাল ভাণ্ডারের সংস্কৃতি। দেশে অবস্থানরত ৯০ ভাগ মুসলমানের রয়েছে সুন্দর সাবলীল এক সংস্কৃতি, রয়েছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার আলাদা নিজ গর্বের সংস্কৃতি "। আমার ডায়েরিতে আমি বলেছি " সমাজ বা দেশের সংস্কৃতি হলো সম্মিলিত" জি আজ আমি এই বিষয়ে কিছু লিখতে বসেছি।
সমাজের সংস্কৃতি মানেই হচ্ছে ব্যক্তির সংস্কৃতির প্রতিফলন। সমাজের সংস্কৃতি কেমন সেটা নির্বর করবে সমাজের মানুষের মানসিকতার পরিধি বিবেচনা করে। বর্তমান সমাজের সংস্কৃতি কোন পর্যায়ে সেটা জানতে হলে প্রথমেই সমাজেরই অংশ নিজ পরিবারের ব্যক্তির উপর নজর দিলেই বের হয়ে আসবে। আপনার মা -বাবা , স্ত্রী সন্তান ,ভাই - বোন কি আচরণের উপর নিজের সংস্কৃতির চাকা চালাচ্ছে সেটা দেখে নিলেই সমাজের সংস্কৃতি পরিষ্কার হয়ে যাবে।
আপনি প্রবাসে কিংবা দেশে থেকে রক্তের বিনিময়ে টাকা উপার্জন করে পরিবারকে সুন্দর ভাবে চালাচ্ছেন। সেই পরিবার আপনাকে কি পরিমান মুল্য দিচ্ছে সেটার মধ্যেই পারিবারিক সংস্কৃতির পরিচয় ফুটে উঠবে। আর তা থেকে সমাজের সংস্কৃতির অবস্থান বুঝা যাবে। এক কথা বলা যায় সমাজের সংস্কৃতির মূল কেন্দ্র হচ্ছে সমাজের প্রতিটি পরিবার। পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে বর্তমান সমাজের কেন্দ্রে অনেক ক্ষীণত্ব। পরিবারের এক সদস্যের সাথে অন্য সদস্যের মনমালিন্য প্রমান করে বর্তমান সমাজের সংস্কৃতি কত নিচে। গোপনীয়তা সংস্কৃতিকে পঙ্গু করে দিচ্ছে। পারিবারিক সমস্যা সমাধান না করে গোপন রাখা হয় তখন সমস্যার গতি সাগরের গর্জনের মত ফুলে উঠে । আর ঠিক তখন নষ্ট হতে থাকে পারিবারিক সংস্কৃতি। সংস্কৃতির হিসেবে দেখে নিলে বুঝা যাবে আর্থিক বিষয়কে কেন্দ্র করে সংস্কৃতি অপহত হচ্ছে। বাবার সাথে সন্তানের , ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া শুরু হয় আর্থিক বিষয় নিয়ে। সেখান থেকেই সমাজের সংস্কৃতি আহত হচ্ছে। লজ্জার হলেও সত্য পরিবারের বিবেকহীন সন্তানের বিয়ের পর তার বিবেক আরো নষ্ট হয়। তখন সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সমাজের সংস্কৃতিকে অনেকটা নিজের করে নিতে চায়।দেখা যায় সংস্কৃতি নিজের করে নেওয়ার বেলায় সে অনেকটা সক্ষম হয়। আর বুঝায় যাচ্ছে তার সংস্কৃতি মানে নষ্ট সংস্কৃতি।
আমাদের চেষ্টা শুধু নয় প্রচেষ্টা থাকা চাই সুন্দর সংস্কৃতি সৃষ্টির জন্য। আর সে জন্য প্রথমেই প্রয়োজন পরিবারকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। প্রেম ভালোবাসার মাধ্যমে আন্তরিক হয়ে সকল সমস্যার সমাধান করা। নিজেকে কৌশলী হয়ে সমাজকে পরিবারের পক্ষ থেকে সুন্দর সংস্কৃতি উপহার দেওয়া।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১:০৭

হাইপারসনিক বলেছেন: আমি যা তাই আমার সংস্কৃতি!সংস্কৃতি সভ্যতার মত উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না।এর জন্যে চর্চার প্রয়োজন। এই কথাটাও মাথায় রাখতে হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.