নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী আব্দুল্লাহ শাহীন

আমি বলতে চাই ,লিখতে চাই সঠিক পথে চলতে চাই ।

প্রবাসী আব্দুল্লাহ

আমি বলতে চাই ,লিখতে চাই ,সঠিক পথে চলতে চাই।

প্রবাসী আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দুটি পাসপোর্ট একটি ভিসা এবং প্লাস -মাইনাস B:-/

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩০

এক ,
প্রতিহিংসা অন্যায়ের পাসপোর্ট। পরনিন্দা ছোট মনের পাসপোর্ট।
এই দুটি পাসপোর্টে একটাই ভিসা লাগবে পতন /সর্বনাশ।
দুই ,
কোনো দুর্বল মানুষকে তার দুর্বল জায়গায় আঘাত করে মানুষটির মনে কষ্ট দেওয়া যায়। তবে আল্লাহর কসম তার মন ভাঙ্গা যায় না ,তার কাজে বাধা হয় না বরং কাজের গতি বৃদ্ধি পায়। তোমার কাছে অতিরিক্ত কিছু থাকতে পারে তাই বলে অহংকার করা ভালো নয় ? যার কাছে তোমার চেয়ে কম আছে তার হয়তো এই কমের মধ্যে কিছু একটা আছে যা তোমার বেশির মধ্যকার বিষয়ের চেয়ে মূল্যবান। তাই প্লাস নিয়ে বড়াই না করে বরং মাইনাসকে ভালো করে দেখে নেন।
মহান আল্লাহ পৃথিবীতে সবার আর্থিক অবস্থা কিংবা সামাজিক মর্যাদা সমান করে দেন নাই। সমান করে দিলে মানুষের মধ্যে যে ইদুর আছে সেটা প্রকাশ পেত না। পৃথিবীতে কেউ উচ্চশিক্ষা অর্জন করে বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হয় ,আবার কেউ উচ্চশিক্ষা অর্জন করে রিক্সা চালায়। ঠিক তেমনি কেউ পড়া লিখা না করার কারণে বুদ্ধির জন্য অন্যের কাছে যায় ,আবার কেউ পড়া লিখা না করেও জ্ঞানীদের সাথে বসে অন্যকে জ্ঞান দেয়। সে জন্য কোনো মানুষকে তুচ্ছ ভাবে দেখে হ্যায় করা ঠিক নয়। সম্মান দিলে সম্মান পাবেন তিরস্কার করলে আল্লাহ আপনার জন্য তিরস্কার রাখেবন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.