![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।
বর্তমানে ডিজিটালাইজেশনের কল্যানে সব কিছুই অনেক সহজ হয়ে গিয়েছে। আর সেই সাথে সহজ হয়ে গিয়েছে সকলের সাথে বন্ধুত্ব করাটাও। আসলে বন্ধুত্ব অনেক মহৎ সে যাদের মধ্যেই গড়ে উঠুক না কেন। কিন্তু বর্তমানে আমরা সবাই কি সেই বন্ধুত্বের মর্যদা রক্ষা করতে পারছি?? সত্যি কথা বলতে কি আমরা সকলে এখন বন্ধুত্বের মত মহান জায়গাটা নিয়ে ভালবাসার ফাঁদ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছি। এভাবে আমরা প্রকাশ্যে বা মনে মনে ভালবাসার সম্মুখীন হচ্ছি এবং ক্রমশ্যে তা পরিবর্তন করছি একের পর এক। কিন্তু এভাবে পরিবর্তন কি আমাদের এবং আমাদের সমাজকে সুষ্ঠ সুন্দর দিকে নিয়ে যাচ্ছে?? কখনোই না । এভাবে দিন দিন আমরা বেশি বেশি ভালবাসা পরিবর্তনে অভ্যস্ত হয়ে পড়ছি। এটা মোটেও আমাদের ব্যক্তিগত জীবনে খুব একটা ভাল লক্ষণ নয়। কারণ আমরা যত বেশি বেশি ভালবাসা পরিবর্তনে অভ্যস্ত হয়ে পড়ব , আমাদের পরস্পরের উপর দায়িত্ব ঠিক ততখানি কমে যাবে। কারণ আমাদের এই ভালবাসা পরিবর্তনের অভ্যসটার সাথে সাথে পরস্পরের উপর দায়িত্ব পালনের দায়বদ্ধতা-টাও পরিবর্তিত হতে থাকবে। তাই সময় থাকতে নিজেকে সর্তক করুন আর নিজের ভালবাসার প্রতি যত্ন নিন । আজকের এই ভালবাসা দিবসে আপনাদের সকলের ভালবাসার প্রতি রইল দারুন একটি অভীশাপ আর তা হলো "আপনার আর কখনো যেন বিচ্ছিন্ন হতে না পারেন।"
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
মাসুদ_খান বলেছেন: আমার তো তাই মনে হয়। জানি না আপনারা কিভাবে ভাবচ্ছেন।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫
বিজন রয় বলেছেন: ভাল বলেছেন।
++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
মাসুদ_খান বলেছেন: হয় তো আপনার সাথে আমার চিন্তাভাবনা মিলে গেছে তাই ভাল লেগেছে। কিন্তু সবার জন্য কি তাই???
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
এম.এ.জি তালুকদার বলেছেন: শুধু একটু ভালো
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১
মাসুদ_খান বলেছেন: একটু ক্যানো ভাই ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
এম.এ.জি তালুকদার বলেছেন: কারণ, মানিকের খানিক ভালো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
মাসুদ_খান বলেছেন: মানিক আবার কি করল ????
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
এম.এ.জি তালুকদার বলেছেন: মানিক হারিয়ে গেছে। মানিকের শোকে মানিকের মা পাগল। ভাইয়েরা ক্ষ্যাপার মতো খুজছে তাকে সমস্ত পৃথিবী, এমনকি ব্লগে বিজ্ঞাপন দিয়েও।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৩
মহা সমন্বয় বলেছেন: আর এভাবেই তৈরী হয়ে যাচ্ছে ভালবাসার ফাঁদ।