নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

বিএনপির মুখে কেন জামাতবিরোধি শ্লোগান?

১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:১১







নয়া পল্টন থেকে শাহবাগ অভিমুখে ছাত্রদল আজকে জামাত শিবির বিরোধী শ্লোগান দিতে দিতে মিছিল করছে!! কিন্তু যেই দলের নেতাকর্মীরা এই স্লোগান দিচ্ছে, তাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু ১৯৭১ এর রাজাকারদের পুনর্বাসন করেছিল এবং এবং তিনি ই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন একজন রাজাকারকে, যাকে আবার সংসদীয় দলের নেতাও বানিয়েছেন।পরবর্তীতে খালেদা জিয়ার বিএনপিতে সরকারেও সালাউদ্দিন কাদের চৌধুরি , নিজামি, মুজাহিদরা ছিল প্রভাবশালী মন্ত্রী। আবার আওয়ামিলীগও এক সময় জামাতের সাথে জোট বেধে নির্বাচন করেছিল। কিন্তু বিগত ১৭ বছরে আওয়ামিলীগ অবৈ্ধভাবে ক্ষমতা ধরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা খুলে বসে জামাত শিবিরের উপড় খড়গহস্ত হয়েছিল এবং পার্শ্ববর্তী দেশের দাসত্ব গ্রহন করেছিল ।

বিএনপির বর্তমান জামাত বিরোধিতাতো একই ধরনের ইঙ্গিত বহন করে। জামাত হঠাৎ করে তাদের এতদিনের মিত্রদের সঙ্গ ছাড়লো কেন? বিএনপি কেন আওয়ামি ন্যরেটিভ প্রচার করছে ? ৮ বছর ধরে ভারতে রাজকীয় বন্দোবস্তে থাকা সালাউদ্দিন আহমেদ এখন বিএনপির মুখপাত্র! আফসোস আওয়ামিলীগের রাজাকার ন্যরেটিভ ২০২৪ এর জুলাই মাসে মারাত্মকভাবে ধরা খেয়েও বিএনপির এতটুকু শিক্ষা হয় নাই। জেনেশুনে তারাও একই রাস্তায় হাটছে----

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:২৮

সৈয়দ কুতুব বলেছেন: একই সাথে সরকারি দল ও জামাতকে সমর্থন করা কীভাবে সম্ভব ? :) বিএনপি জামাতের বিরুদ্ধে আগে স্লোগান দিয়েছে, নাকি জামাত তার গুপ্ত বাহিনী দিয়ে স্লোগান আগে দিয়েছে? টিনের চালে কাউয়া তারেক জিয়া ..। খাম্বা-চাদাবাজদের দলের প্রতীক নিয়ে জামায়াতের আমির কেন ১৮ সালে নির্বাচন করেন? জামাতই তো আগে নোংরামি শুরু করেছে। আওয়ামি বয়ান কেনো জামাত বলবে ?

২| ১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:৩৪

আরোগ্য বলেছেন: বিএনপির পেটে লাথি লাগছে তাই যা তা বকতেছে।

৩| ১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৭

মাথা পাগলা বলেছেন: বিএনপি এই অ্যাক্টিভিটিগুলা আর ১৩ তে দেখালে দেশের স্বৈরাচার-গনতন্ত্রের প্রবলেমগুলা হতো না।

জামাত-শিবির আর বিএনপিকে আবার এক করতে লীগের একটা ঝটিকা মিছিলের দাবি জানাচ্ছি। B-))

৪| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ১২:৪৭

উপনাম বলেছেন: ইট মারলে তো, পাটকেল খেতেই হবে। জাশির একজন দায়িত্বশীলেরও তো উচিত হয়নি এভাবে বলার।

এতটুকু প্রতিক্রয়া কি আপনি বি.এন.পি থেকে আশা করবেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.