![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।
বাংলা ভাষার ব্যবহারে বিকৃতি আজ চোখে পড়ার মতো এবং এ নিয়ে আমরা বেশ উদ্বিগ্নও বটে । কিন্তু এই উদ্বিগ্ন আবার শুধু ফ্রেব্রুয়ারী মাস উপলক্ষে নয় তো??? যা হােক এখন এই বিকৃতি গুলো যেমন শব্দ চয়নের ক্ষেত্রে হচ্ছে ঠিক তেমনি আবার বানানের ক্ষেত্রেও তা লক্ষ্য করা যায়। এটাকে অনেকে আধুনিকতার অংশ হিসেবে দেখেন। এভাবে এই বিকৃতি হতে থাকলে আমরা আমাদের ভাষার ঐতিয্যকে বাঁচিয়ে রাখতে পারবো কি??
একটু ফ্লাশ ব্যাকে ফিরে দেখি কেন এই ভাষার বিকৃতি ।। কয়কে শাে বছর পূর্বে আমাদের দেশে সাধু ভাষা প্রচলিত ছিল। আমরা নিজেরাই বাংলা ব্যকারণের জটিলতা বাদ দিতে গিয়ে চলিত ভাষায় অভ্যস্ত হয়ে পড়েছি। আর আমরা খুব ভাল করেই জানি চলিত ভাষার অন্যতম প্রধান বৈশিষ্ট হলো তা ক্রমে ক্রমে বিকৃতি হতে থাকবে। তা হলে কেন আমরা এখন বিকৃতি নিয়ে এতাে চিন্তিত হচ্ছি !!!!! আমরাই তো আমাদের ভাষাকে বিকৃতি করার সিদ্ধান্ত গ্রহন করেছি। তাহলে আবার সেই ভাষার বিকৃতি নিয়ে কেন জানি আবার উদ্বিগ্ন হয়ে পড়েছি ??? ব্যপারটা কেমন যেন হাস্যকর হয়ে দাড়াচ্ছে। তারপরও দিন দিন যেভাবে ভাষার কুরুচি পূর্ন বিকৃতি ঘটছে তা সত্যিই উদ্বিগ্ন হবার মতই। আসুন আমরা সবাই মিলে শুদ্ধ , সুন্দর এবং শ্রুতিমধুর বাংলা ভাষায় ব্যবহারে সচেষ্ট হই। যে দেশ শুধুমাত্র ভাষার জন্য ১৯৫২ সালে আন্দোলন করলো। যে দেশে শুধু নিজের ভাষায় কথা বলার জন্য স্বাধীনতার সংগ্রামে অংশ নিলো, আসুন আমরা সেই ভাষাকে আবারও সুন্দর করে গড়ে তোলার জন্য নিজ নিজ অবস্থান থেকে আবারও একটি সংগ্রামে অংশ গ্রহন করি। "শুদ্ধ,সুন্দর,শ্রুতিমধুর বাংলা ভাষা ছাড়া আর একটি কথাও বলবো না" আধুনিকতার নামে আমাদের ভাষাকে আর বিকৃতি হতে দেব না। আমরা নিজে এই ভাষা রক্ষার সংগ্রাম অংশ গ্রহণ করব এবং অন্যকে শুদ্ধ,সুন্দর,শ্রুতিমধুর বাংলা ভাষার জন্য উৎসাহিত করব।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
মাসুদ_খান বলেছেন: আসলে আমি ভাষা বিকৃতির প্রেক্ষাপট তুলে ধরার চেষ্ঠা করেছি মাত্র। যেহেতু আমারা এখন আমরা চলিত ভাষায় অভ্যস্ত হয়ে পড়েছি তাই আমিও এর ব্যতিক্রম হতে পারলাম না। যখন আমরা বিকৃতির পথেই হাটছি তখন যদি একটু সতর্ক না হই তাহলে এই বিকৃতি আমাদের ভাষার শ্রুতি মাধুর্য পর্যন্ত কেড়ে নেবে। শুধুমাত্র এই চিন্তা থেকেই লেখা।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
তাফসির বলেছেন: ভাষা কখনো একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
যদি তাই থাকতো তবে আমরা আমাদের প্রিয় বংলা ভাষা পেতাম না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
মাসুদ_খান বলেছেন: আপনি যথার্তই বলেছেন। আমি ভাষাকে নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলতেছি না, ভাষার মাধুর্যকে প্রধান্য দিচ্ছি । শ্রুতি মধুর , শুদ্ধ ভাবে লেখা ইত্যাদি।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
নতুন বলেছেন: এটা আমাদের নিয়ন্ত্রনে ছিলো না কোন দিনই এবং নিয়ন্ত্রন সম্ভবও না।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫
মাসুদ_খান বলেছেন: নিয়ন্ত্রন ছিল না কোন দিনই এটা অত্যন্ত সত্য কথা । আবার নিয়ন্ত্রন করা সম্ভব না এটাও সত্য কথা। কিন্তু আমরা প্রতি-নিয়ত কেন ইচ্ছাকৃত ভাবে আমাদের ভাষাকে বিকৃত করছি??? কেন ভাষা বিকৃতিকে আধুনিকতা মনে করছি????
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৭
মহা সমন্বয় বলেছেন: তবে এফ এম রেডিও ষ্টেশন নিয়ন্ত্রণ করা সম্ভব।
আর সকল আরজেদেরকে রবিন্দ্রনাথের সাহিত্য পড়া বাধ্যতামুল করতে হবে আর তদানুয়ায়ী আমল করর নির্দেশ দিতে হবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
মাসুদ_খান বলেছেন: জানি না আপনি পোষ্টটি কিভাবে নিয়েছেন???? তবে কোন বাধ্য বাধকতায় আমি পোষ্টটি লিখি নাই। শুধুমাত্র সচেতনতার জন্যই লেখা। আমরা সচেতন হলে সুন্দর হবে আমাদের ভাষা এবং সেই সাথে আমাদের ভাষার শ্রুতি মাধুর্যতা বাড়বে।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
নতুন বলেছেন: কিন্তু আমরা প্রতি-নিয়ত কেন ইচ্ছাকৃত ভাবে আমাদের ভাষাকে বিকৃত করছি??? কেন ভাষা বিকৃতিকে আধুনিকতা মনে করছি????
কেউ ইচ্ছাকৃত ভাবে করছেনা। তার কাছে ভাল মনে হচ্ছে তাই করছে। আপনিও কিন্তু সাধুভাষা ব্যবহার করছেন না। কারন আপনি ও চলিত ভাষাকেই ভাল মনে করেছেন। তেমনি ভাষা এগিয়ে যায়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
মাসুদ_খান বলেছেন: হয় তো আপনিই ঠিক।। কিন্তু আমি মনে করি মোশারফ করিমের নাটক, কিছু এলাকার ভাষা চর্চা । এগুলো আমরা না করলেও পারি। তারপরও আমরা এগুলো করে মজা পাই । কারণ বিকৃতি এখন আমাদের কাছে আধুনিকতা ।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
নতুন বলেছেন: কারণ বিকৃতি এখন আমাদের কাছে আধুনিকতা ।
মোশারফ করিমের নাটকের ভাষা আমার কাছেও ভাড়ামো মনে হয় কিন্তু পাবলিক খাচ্ছে এবং এরাও বানাচ্ছে..
এটা এক রকমের ব্যাবসায়ীক আগ্রাসনও বলা যায়...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
মাসুদ_খান বলেছেন: তা যথার্থ বলেছেন। তবে সবচেয়ে দু:খের বিষয় হচ্ছে বিকৃত ভাষা এখন আমাদের সমাজের কাছে আধুনিকতা।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
ইমরান আশফাক বলেছেন: আপনি নিজেই তো চলিত ভাষায় লিখেছেন।